1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব–এম. জহির উদ্দিন স্বপন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখার নতুন কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য অনুমোদন পেয়েছে। সোমবার, ২২ এপ্রিল সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজসেবী ফরহাদুল হাসান মোস্তফা। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজ-সচেতন তরুণ নুর মোহাম্মদ সাহেদ চৌধুরী, যিনি মানবিক কাজে অগ্রণী ভূমিকা রেখে ইতিমধ্যেই পরিচিতি অর্জন করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত। সংস্থাটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আইনি সহায়তা, মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চট্টগ্রাম বিভাগের এই নতুন কমিটির অধীনে সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত এবং সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন নেতৃত্ব এই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং আইনি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে। কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ বলেন, “নতুন নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে আমাদের কার্যক্রম আরও শক্তিশালী ও জনমুখী হবে। আমরা আশা করি, এই কমিটির মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা হবে।” উল্লেখ্য, সংস্থাটি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার উন্নয়নে বিভিন্ন সম্মেলন ও কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংস্থার নীতি ও লক্ষ্যের বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট