1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

লোহাগাড়ায় বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন :র‌্যালি, সমাবেশ ও প্রাণবন্ত আলোচনা সভা

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মহান পথিকৃৎ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আয়োজন।
২৬ এপ্রিল সকাল সাড়ে ৮টায় লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের উদ্যোগে বটতলী মোটর স্টেশন সংলগ্ন হালাল ডাইন রেস্টুরেন্টের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বটতলী স্টেশনের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় অবস্থিত হাইওয়ে রেস্টুরেন্ট ‘গ্র্যান্ড মাশাবী’-এর সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও উদ্দীপনায় গোটা এলাকা মুখর হয়ে ওঠে।
র‌্যালি শেষে সকাল ১০টায় হোটেল গ্র্যান্ড মাশাবীর হলরুমে আয়োজিত হয় চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ডাঃ আলহাজ্ব মোঃ আবেদর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব অধ্যক্ষ ডাঃ আবদুল করিম।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেন লোহাগাড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ নুরুল আমিন, চকরিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ শামশুদ্দীন আহমদ, প্রভাষক ডাঃ শরীফ জামান, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ এস এম কামাল উদ্দিন সরওয়ার এবং সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুল্লাহ ইসলামাবাদী।
সভায় বক্তব্য প্রদান করেন লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের সহ-সভাপতি ডাঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ আকতার আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক ডাঃ বাবু সুপন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক ডাঃ অরুন কান্তি পাল, সহ-সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান এবং নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ জালাল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ ছরওয়ার উদ্দিন আরিফ, ডাঃ স্বপ্না দেবী, ডাঃ তৌহিদুল ইসলাম, ডাঃ তপন কুমার, ডাঃ তরুণ কান্তি পাল, ডাঃ ফেরদৌস, ডাঃ হরিশংকর এবং ডাঃ এডিএম মহিউদ্দিন।
শিক্ষা অঙ্গনের সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান এবং দক্ষিণ সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল ইসলাম। গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডাঃ আকতার আহমদ, ডাঃ মোঃ কামাল উদ্দিন এবং ডাঃ ছফিউল্লাহ নোমান।
সভায় বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসার বৈজ্ঞানিক গুরুত্ব, মানবিকতা ও সামাজিক ভূমিকা নিয়ে মননশীল আলোচনা করেন। তারা স্যামুয়েল হ্যানিম্যানের মহান আদর্শকে এগিয়ে নিতে চিকিৎসকদের মাঝে ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
লোহাগাড়ায় বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপনের এই আয়োজনে ছিল এক অভূতপূর্ব উচ্ছ্বাস, সৌহার্দ্য ও পেশাগত দায়বদ্ধতার অনুপম প্রকাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট