লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাউরা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০২ এপ্রিল উপজেলার বাউরা ইউনিয়নে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে এসএসসি ব্যাচ ২০২১ ও এইচএসসি ২০২৩ ব্যাচের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, তুরস্ক প্রবাসী জনাব শিহাব আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব বসিরুল আকন্দ (সাবু)।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিহাব আহমেদ বলেন-আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি সহ সকল গরিব মানুষের পাশে দাঁড়ানো আমার অঙ্গিকার।
এসময় তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে পাটগ্রাম হাতিবান্ধাকে একটি রোল মডেল উপজেলা গড়ে তুলবো এবং সারা বাংলাদেশকে নিয়ে কাজ করবো।
অনুষ্ঠানে বাউরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ, নার্সিং সহ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত হয়ে ঈদপূর্নমিলনী পালন করেন।তাদের এই বন্ধুত্বের বাধন অটুট রাখতে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেন।