চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতার উদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চান্দগাঁওবাসীসহ সমগ্র নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, “ঈদ আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা সবাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। তবে এ আনন্দ যেন নিরাপত্তাহীনতার কারণে ম্লান না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, যাতে নগরবাসী নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারেন।”
পুলিশ কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে ঈদ নিরাপত্তা ব্যবস্থা- চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সুদৃঢ় নেতৃত্বে পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কেট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। ওসি আফতার উদ্দিন বলেন, “পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় চান্দগাঁও থানা সহ চট্টগ্রামের সব থানায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজানের শুরু থেকে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর ছিল, যাতে ছিনতাই, চুরি, ডাকাতি, প্রতারণা ও মাদক সংক্রান্ত অপরাধ ঠেকানো যায়। ঈদের ছুটিতেও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো অপরাধী গোপনে কোনো অপকর্ম করতে না পারে। ঈদ জামাতের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, যাতে ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।”
বাসাবাড়ির নিরাপত্তায় বিশেষ পরামর্শ- ঈদের সময় অনেক মানুষ নিজ গ্রামের বাড়িতে যান, ফলে ফাঁকা বাড়িগুলো অপরাধীদের টার্গেটে পরিণত হতে পারে। এ বিষয়ে নগরবাসীকে সতর্ক করে ওসি আফতার উদ্দিন বলেন,
“যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন, তারা বাসার তালা সঠিকভাবে লাগিয়ে যান এবং মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। সম্ভব হলে পরিচিত প্রতিবেশী বা বাড়ির কেয়ারটেকারকে জানান, যেন বাড়ির প্রতি খেয়াল রাখা হয়। সন্দেহজনক কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
শহরের যেসব বাসিন্দা ঈদের ছুটিতে থেকে যাচ্ছেন, তাদের জন্যও কিছু সতর্কতা দিয়েছেন তিনি।
“শপিং মল বা বাজারে কেনাকাটা করতে গেলে নিজের ব্যাগ, মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসের দিকে খেয়াল রাখুন। যেকোনো ধরনের প্রতারণা বা ছিনতাইয়ের শিকার হলে দ্রুত নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করুন।”
নগরজীবনে শান্তি বজায় রাখতে ওসির আহ্বান-
ঈদ আনন্দের উৎসব, এখানে রাজনৈতিক মতপার্থক্যের কোনো স্থান নেই উল্লেখ করে ওসি আফতার উদ্দিন বলেন,
“আমরা চাই সবাই নির্ভয়ে, নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে আমরা নিরলসভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “কেউ যদি রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একজন সাহসী ওসি, জনগণের পাশে সদা প্রস্তুত-
ওসি আফতার উদ্দিন শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন সাহসী পুলিশ অফিসার যিনি চান্দগাঁওবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত। ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পাওয়া এই পুলিশ কর্মকর্তা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
তিনি চান্দগাঁওবাসীকে আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিন্তে ঈদ উদযাপন করুন, নিরাপত্তার দায়িত্ব আমাদের। কোনো সমস্যা বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত থানায় যোগাযোগ করুন। পুলিশ জনগণের বন্ধু, আমরা আপনাদের পাশে আছি। আসুন, সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করি।”
পরিশেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক! সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করুন।