1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

এরশাদ উল্লাহ: রাজনীতির রাজপুত্রের হাতে এক সাধনার গ্রন্থ

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

রাত্রির শেষ প্রহরে যেমন আকাশ ভরে ওঠে প্রথম আলোর সোনালি আভায়, তেমনি এক গভীর তৃপ্তি আমাকে আচ্ছন্ন করল, যখন নগর বিএনপির আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক, আমার প্রিয় মানুষ এরশাদ উল্লাহ ভাইয়ের হাতে তুলে দিলাম আমার সাধনার ফল— ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’। যেন এক দীর্ঘ পথচলার ফসল সঠিক হাতে পৌঁছাল, এক বিশ্বাসের বৃত্ত সম্পূর্ণ হলো।
এরশাদ উল্লাহ—নামের মধ্যেই যেন ঝংকার তোলে এক অটল আদর্শের প্রতিধ্বনি। জিয়াউর রহমানের চিন্তা, খালেদা জিয়ার নেতৃত্ব, এবং তারেক রহমানের স্বপ্নকে বুকে ধারণ করে, তিনি রাজনীতিকে শুধু ক্ষমতার খেলা নয়, এক নৈতিক যুদ্ধ হিসেবেই লালন করেছেন। তার সঙ্গে আমার বহু স্মৃতি, বহু আলোচনার সন্ধ্যা, বহু রাজনীতির উত্তাল ঢেউয়ে আমাদের কথোপকথনের অমলিন অধ্যায়।
২০১৮ সালের সেই রোদেলাদিনের কথা, আজও স্মৃতির আয়নায় স্পষ্ট—
আমার উপস্থাপন ও পরিচালনায়-
যখন তার পাঁচলাইশের সবুজ বাগানে আমরা রেকর্ড করেছিলাম বাংলা টিভির জনপ্রিয় টকশো ‘নির্বাচন ভাবনা’। সেই আলোচনার প্রতিটি শব্দ যেন ছিল তার রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। অনুষ্ঠানটি প্রচারের পর চট্টগ্রামজুড়ে আলোড়ন তুলেছিল, প্রশংসায় মুখর হয়েছিল বিজ্ঞজনেরা। আজও, এত বছর পর, তার কথা শুনতে শুনতে মনে হলো, সময় থমকে গেছে, আদর্শের সুর এখনো একই স্নিগ্ধতায় বেজে চলেছে।
তিনি বললেন—
“সাংবাদিকতা কেবল তথ্যের বাহন নয়, এটি এক অন্তর্দৃষ্টি, এক সাধনা। কিন্তু দুর্ভাগ্য, আজ অনেক নামসর্বস্ব সাংবাদিক আছেন, যারা পড়াশোনার ধার ধারে না।”
তার কণ্ঠে ছিল আক্ষেপ, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক সত্যনিষ্ঠ প্রত্যাশার দীপ্তি। আমার বই হাতে নিয়ে তিনি বললেন, ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ সমসাময়িক সাংবাদিকতার জন্য এক প্রয়োজনীয় গ্রন্থ। তার প্রশংসার সুর আমাকে নতুন করে আশাবাদী করল, যেন আমার কলমের কালি আরও সচল হলো, আরও শক্তি পেল।
আজকের এই সাক্ষাতে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে কথা বললেন, যে দফাগুলোর বিশ্লেষণ আমি আগেও লিখেছি, এবং প্রতিজ্ঞা করলাম, দৈনিক ‘ভোরের আওয়াজ’-এ চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক অবস্থা এবং এই ৩১ দফা নিয়ে আরও বিশদে লিখব।

এরশাদ উল্লাহ ভাই শুধু রাজনীতিবিদ নন, তিনি সময়ের এক সাদা পাতা, যেখানে সততা আর আদর্শের গল্প লেখা হয়। তার হাতে আমার বই তুলে দিয়ে মনে হলো, শুধু এক গ্রন্থ নয়, এক দর্শন, এক বিশ্বাসের উত্তরাধিকার পৌঁছে দিলাম।
রাজনীতির রাজপুত্রের হাতে এক সাধনার গ্রন্থ—এই অনুভূতির তুলনা হয় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট