1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইনের পথে অবিচল: চট্টগ্রামের এসপি সাইফুল ইসলাম সানতুর ন্যায়যুদ্ধ

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫

“আমি আনন্দ-উল্লাস করার জন্য এসপি হিসেবে দায়িত্ব নিইনি—আমি চাই মানুষের সেবা করতে, হজরত ওমর (রা.)-এর মতো ন্যায়ের পক্ষে অবিচল থাকতে। অন্যায়ের কাছে মাথা নত করব না, একমাত্র আল্লাহ ছাড়া!”—এই দৃঢ় উচ্চারণ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর। এক সংকটময় সময়ে যখন পুলিশের প্রতি জনগণের আস্থা নড়বড়ে, ঠিক তখনই তিনি দায়িত্ব নিয়েছেন। পুলিশের দুর্বল সময়েও নিজের নীতি-আদর্শ থেকে একচুলও সরে না আসার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ ৯ মার্চ তার সঙ্গে সরাসরি দীর্ঘ আলোচনা হয়। বিশেষ করে সাতকানিয়ার সাম্প্রতিক আলোচিত গণপিটুনির ঘটনা, যেখানে ডাকাত সন্দেহে দুই ব্যক্তি—নেজাম ও আবু ছালেক নিহত হন। আমি এই সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে দৈনিক ভোরের আওয়াজ-এ একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিলাম। তার সত্যনিষ্ঠ পুলিশিং এবং আমার সাংবাদিকতার দায়বদ্ধতা যেন এক সুতোয় গাঁথা।
সত্যের পক্ষে এক অকুতোভয় পুলিশ কর্মকর্তা,-
এসপি সাইফুল ইসলাম জানালেন, সাতকানিয়ার ঘটনায় তিনি প্রথম তথ্য পেয়েছিলেন ৯৯৯ থেকে। সংবাদ পাওয়ার পরপরই তিনি দেরি না করে সরাসরি সাতকানিয়া চলে যান এবং নিজে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ তথ্য পেয়েছিল, এই গোষ্ঠী আবারও হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটাতে পারে। তাদের হাতে ছিল আটটি আগ্নেয়াস্ত্র, যদিও মাত্র একটি পিস্তল উদ্ধার হয়েছে, যা আসলে কোতোয়ালি থানার লুণ্ঠিত অস্ত্র। এ ঘটনায় আটজনকে আসামি করে অস্ত্র মামলা করা হয়েছে।
অন্যদিকে, নেজাম ও ছালেক নিহত হওয়ার ঘটনায় ৪৮ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা রুজু হয়েছে। এসপি সাহেব বলেন, “সত্য উদঘাটন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় কিছু মানুষ হয়তো অসন্তুষ্ট হবে, কিন্তু এতে
হাজারো নিরীহ মানুষ উপকৃত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অপরাধীদের শনাক্ত করা, তবে বিচারের ভার আদালতের হাতে।”
তার এই নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। পুলিশ যখন সঠিক পথে চলে, তখন জনগণের আস্থার সংকট কাটতে থাকে।

একজন সৎ ও সাহসী পুলিশ সুপার-
একজন সত্যিকারের প্রশাসক কেবল দায়িত্ব পালন করেন না, তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল থাকেন। এসপি সাইফুল ইসলাম সানতু তেমনই একজন। সাহস, সততা ও দায়িত্ববোধ—এই তিনটি গুণের সমন্বয়ে তিনি চট্টগ্রামে পুলিশিংকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন।
আমি তার সততা ও কর্মনিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার লেখা সাংবাদিক ও সংবাদপত্রের কথা বইটি উপহার দিলে তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন। তিনি বইটি হাতে নিয়ে বললেন, “সাংবাদিকতা আর পুলিশিং—উভয় ক্ষেত্রেই সত্য ও ন্যায়ের পক্ষে থাকা জরুরি। সত্য বলার এবং সত্য প্রতিষ্ঠার জন্য আপনাদের মতো সাহসী সাংবাদিকদেরও প্রয়োজন।”
যদি প্রতিটি জেলায় এমন সৎ, সাহসী ও দায়িত্বশীল পুলিশ সুপার থাকতেন, তবে অপরাধীরা পালানোর জায়গা খুঁজে পেত না। দেশ থেকে দুর্নীতি ও অপরাধ অনেকাংশে দূর হয়ে যেত। প্রশাসনের প্রতিটি স্তরে যদি এমন ব্যক্তিত্বের মানুষ থাকতেন, তবে রাষ্ট্রের ভিত্তি আরও সুদৃঢ় হতো। এসপি সাইফুল ইসলাম সানতু শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, তিনি এক ন্যায়যোদ্ধা, যিনি আইন ও নীতির প্রতি তার অবিচল আস্থার মাধ্যমে সমাজে সুবিচারের বার্তা পৌঁছে দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট