সাংবাদিকতা পেশা যখন সত্য উদঘাটনের জন্য নিবেদিত, তখন একশ্রেণীর দুর্নীতিবাজ ও অপকর্মে লিপ্ত ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি ধারাবাহিকভাবে দেশের বড় দুর্নীতিবাজ ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে লিখে যাচ্ছি, যা কিছু স্বার্থান্বেষী মহলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।
সম্প্রতি “সুশীল সমাজ” নামের ফেইসবুক পেজ ব্যবহার করে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা মূলত ফেইক আইডির আড়ালে থেকে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চায়, যাতে সমাজের অন্ধকার দিকগুলো প্রকাশ না পায়। তবে সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হয়নি, এবারও হবে না।
আমি যখন পত্রিকায় দেশের বাঘা-বাঘা দুর্নীতিবাজ ও অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখছি, তখন একশ্রেণীর অপকর্মকারী ফেইসবুকে ফেক আইডি খুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। চোরের মতো “সুশীল সমাজ” নামের একটি ফেইসবুক পেজের মাধ্যমে কয়েকদিন ধরে এই অপপ্রচার চালানো হচ্ছে।
বিশেষ করে বোয়ালখালীর চরণদ্বীপ নজর মোহাম্মদ কবরস্থান নিয়ে আমি যখন সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিত অভিযোগ দিই এবং দৈনিক ভোরের আওয়াজ ও দৈনিক সকালের সময় পত্রিকায় সেই অনিয়মের সংবাদ প্রকাশিত হয়, তখন দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে ওঠে। তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ সত্য উদঘাটিত হলে তাদের অপকর্ম ঢেকে রাখা সম্ভব হবে না।
এই অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষ করে যারা ফেক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য প্রশাসনের একাধিক সংস্থা চেষ্টা চালাচ্ছে। আমি বিশ্বাস করি, যারা মিথ্যার আশ্রয় নিয়ে সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, তারা বেশি দিন টিকে থাকতে পারে না। সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়, এটি একটি আদর্শ—এ আদর্শ রক্ষার জন্য আমি সর্বদা লড়াই চালিয়ে যাব।