
কেশবপুরের বহুল আলোচিত অবৈধ ইট ভাটা রোমান ব্রিক্স আজ বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আবেদনের প্রেক্ষিতে, পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয়েছে। জন স্বার্থে বেলা ৩৩৭২/২২ মহামান্য হাইকোর্টে একটি মামলা করলে ২৬/৪/২২ এ দেশের আইনের পরিপন্থী বলে নিষেধাজ্ঞা দেয়। এর পরও দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে একেবারে জনবসতি এলাকায় ইট ভাটাটি পরিবেশ দূষোনের মাধ্যমে ইট পুড়িয়ে আসছিল।
বুধবার বেলা ১২টার দিকে পরিবেশ অধিদফতরের যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক ও খুলনা বিভাগীয় কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফির রহমানের উপস্থিতে অবৈধ
ভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়।এসময় শত শত এলাকাবাসী জড়ো হন।আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি, আনসার, ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন। ভাটার চিপনি ভাঙ্গার পর এলাকার আবাল বৃদ্ধ শত শত মানুষ প্রশাসনকপ ধন্যবাদ জানান।
উল্লেখ্য গত২৫ নভেম্বর ইনকিলাব পত্রিকায় অবৈধ রোমান ব্রিক্সের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৭/১১/২৪এ অভিজান এসে অজ্ঞাত কারনে ফিরে যাই। এবার ২৮জানুয়ারি বেলার আবেদনে প্রশাসন নড়ে চড়ে বসেন।