গত ২৪ তারিখ, রোজ শুক্রবার বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেত্রেটারী জেনারেল এর শরীয়তপুর আগমন উপলক্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা আমীর হযরত মাওলানা সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাবেক এম পি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য জনাব আজহারুল ইসলাম (শরীয়তপুর ০৩ এর এম পি পদ প্রার্থী) সহ অন্যান্ন অতির্থী বৃন্দ ।
সেক্রেটারী জেনারেল বলেন দীর্ঘ স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হওয়ার পর ও মানুষের ভাগ্যের কোন কাংখিত উন্নয়ন হয়নি তাই মানুষের জানমালের নিরাপত্তা সহ সকল মৈালিক অধিকারের গেরান্টি দিতে পারে নাই । মানব রচিত আইন কানুন দিয়ে মানুষের ভাগ্যে উন্নয়ন সম্ভব নয়। কেবল কোরআনী সমাজ কায়েমের মাধ্যমেই সম্ভব। জনসাধারনে উদ্দেশে বলেন আসুন আমরা
মানুষের তৈরি করা মনগড়া আইন বাদ দিয়ে আল্লাহর আইন দিয়ে সমাজ পতিষ্ঠা করতে পারলেই মানুষের কল্যান হবে । অন্তর বতী সরকারের উদ্দেশে করে বলেন বিগত পতির্থ শ্বৈর শ্বাসকের আমলে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে নানা অনিয়মের ও জাল জালিয়াতির মাধ্যমে তারা ক্ষমতায় থেকেছেন যার ফলে দীর্ঘ দিন আন্দোলন সংরাম শেষে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে পাচ আগস্ট ভারত পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আপনারা কারো হুমকিদুমকিতে ভয় পাবেন না আপনারা ব্যাসিক কিছু রাস্ট্র সংস্কার নির্বাচন কাঠামো সংস্কার করে সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচনে দিগে যান। সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচন হলে মানুষের আকাংখার একটি সরকার গঠন করতে পারবে। উক্ত সভায় আরো বক্তব্য করেন ডামুড্যা,গোসারহাট, ভেদরগঞ্জ উপজেলার জামায়েতের ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।