জামায়াতে ইসলামী বাংলাদেশ গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসাবে এসব শীতবস্ত্র বিতরন করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ গোবিন্দগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা: আব্দুর রহিম সরকার।
গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে আয়োজিত এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাষ্টার,
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ,সহ সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু,সহ সেক্রেটারী মাওলানা মশিউর রহমান, গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে পৌর সেক্রেটারী প্রভাষক হাসান আবু সাইদের সঞ্চালনায় জামায়াত ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন