1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

জীবনের সহযাত্রী: সেলিনার গল্পে আমার গল্প

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বছর ঘুরে বিবাহ বার্ষিকী এলে মনে হয়, জীবনের এক পুরোনো অধ্যায়ের মলাট খুলে আবারও পাতাগুলো ওলটাতে বসেছি। ২৪ জানুয়ারি, সেই দিনটি—যে দিনটিতে সেলিনার সাথে এক নতুন জীবনের গল্প শুরু করেছিলাম। বিয়ের দিনটি যেমন আনন্দের, তেমনি একটা অদ্ভুত দুঃসাহসিক অভিযানেরও সূচনা। তবে এবারের বার্ষিকীতে পুরোনো ছবির দৌলতে ফেসবুক যেন নতুন করে স্মৃতির ঝাঁপি খুলে দিল।
আমার নাতি কাশিবকে নিয়ে চার বছর আগের এক ছবিতে, সেই সাদা কালো মুহূর্তগুলো কীভাবে যেন আমার সামনে আবার রঙিন হয়ে ফুটে উঠল। ছবিটি দেখে মনে হলো, জীবনটা বড্ড মিষ্টি হলেও কখনো কখনো রসিক। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, আর আমি মনে মনে ভাবছি, এই বিয়ে না হলে কি এমন সুন্দর মুহূর্তগুলো পেতাম?
বিয়ে মানেই শুধু ভালোবাসা আর স্বপ্ন নয়; এখানে রয়েছে হাজারো জানা-অজানা গল্প। তবুও, এই বিশেষ দিনটিতে মনে হয়, কিছু না বলা কথাগুলো আর একটু মজা করে শেয়ার করা যাক। হয়তো এগুলো নিয়েই আমাদের জীবন হয়ে উঠেছে এত বৈচিত্র্যময়। সেলিনা আর আমি-মানুষের জীবন মানেই এক মহাসমুদ্র। সেই সমুদ্রে কখনো ঢেউ আসে উত্তাল হয়ে, কখনো তা স্থির আর শান্ত। আমার জীবনও সেই সমুদ্রের মতোই বৈচিত্র্যময়। তবে এই দীর্ঘ যাত্রাপথে আমার পাশে থেকেছে একজন বিশেষ মানুষ—আমার স্ত্রী, সেলিনা। আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে তার অবদান এতটাই গভীর যে, তাকে বাদ দিয়ে আমার কোনো গল্পই সম্পূর্ণ নয়। আমি, কামাল উদ্দিন। পেশায় একজন সাংবাদিক, লেখক, এবং একসময় অপরাধ সাংবাদিকতায় আমার কাজের জন্য পরিচিত ছিলাম। লেখালেখি আমার পেশা হলেও, জীবনের সবচেয়ে বড় গল্পটি আমার নিজের। আর সেই গল্পের প্রতিটি অধ্যায়ে সেলিনা ছিলেন নীরব অথচ দৃঢ় উপস্থিতি। ১৯৯৪ সালের এক সাদামাটা দিনে আমাদের বিবাহ বন্ধন হয়েছিল। সেদিনটি ছিল আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। মনে পড়ে, বিয়ের সময় আমি ছিলাম জীবনের দৌড়ে এক নিঃসঙ্গ পথিক। নিজের স্বপ্ন পূরণের চেষ্টায় ব্যস্ত ছিলাম, কিন্তু জীবন তখনও অসম্পূর্ণ। সেলিনা সেই শূন্যতা পূর্ণ করল।
সংসারের প্রথম অধ্যায়-
আমাদের সংসারের শুরুটা সহজ ছিল না। আমি তখন অপরাধ সাংবাদিকতার চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত। দিনরাত কাজের মধ্যে ডুবে থাকতাম। সেলিনা ছিল আমার জীবনের শান্ত নীড়। তার হাসি, তার রান্নার ঘ্রাণ, তার ধৈর্য—সবকিছু মিলে আমাদের ছোট্ট সংসারটা ছিল একেবারে আদর্শ।
কিন্তু সংসার মানেই শুধু হাসিখুশি দিন নয়। জীবনের প্রতিটি বাঁকে আমরা টের পেয়েছি জীবনের কঠিন দিকগুলো। অনেক সময় আর্থিক সমস্যা ছিল, আবার কখনো কাজের চাপে সেলিনাকে সময় দিতে পারিনি। তবুও, সে কখনো অভিযোগ করেনি।
সেলিনা বরাবরই ছিল পরিবারের প্রতি দায়িত্বশীল। আমাদের সন্তানদের মানুষ করার পেছনে তার অবদান অসীম। আমাদের প্রথম সন্তান সাকিব, তার পর কাশপি এবং সাইকি—এই তিনটি জীবন আমাদের সংসারকে পূর্ণ করেছে।
জীবনের মান-অভিমান-
সংসারের পথে মান-অভিমান ছিল আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কখনো কাজের ব্যস্ততায় সেলিনার প্রতি সময় দিতে পারিনি, আবার কখনো কোনো বিষয়ে মতের অমিল হয়েছে। তবুও, আমাদের সম্পর্কের ভিত এতটাই মজবুত ছিল যে, প্রতিবার আমরা আবারও কাছাকাছি এসেছি। সেলিনা সবসময় তার অভিমান ভুলে আমাকে নতুন করে শক্তি জুগিয়েছে। একবার মনে পড়ে, সেলিনা রেগে গিয়েছিল কারণ আমি তার জন্মদিন ভুলে গিয়েছিলাম। সে কোনো অভিযোগ না করে চুপচাপ ছিল। আমি বিষয়টি বুঝতে পেরে রাতের বেলা তার জন্য একটি ছোট উপহার নিয়ে এসেছিলাম। সেলিনার চোখে তখন যে আনন্দ দেখেছিলাম, তা কোনো কথায় প্রকাশ করা সম্ভব নয়।
জীবনের না বলা কথাগুলো-
আমার জীবনের দুঃখগুলো আমি কখনো প্রকাশ করতে পারিনি। লেখালেখির পেশায় থেকেও আমার মনের গভীরের কষ্টগুলো শব্দে আনতে পারিনি। আমার কাজের চাপে সেলিনা অনেক সময় একা থেকেছে। অনেক রাতে ঘরে ফিরতে দেরি হয়েছে। সেলিনা তখন হয়তো একা বসে আমার জন্য অপেক্ষা করত। সেই অপেক্ষার কষ্ট আমি কখনো বুঝতে পারিনি। আমার পেশাগত জীবনের সাফল্যের পেছনে সেলিনার অবদান অনস্বীকার্য। সে আমাকে সবসময় প্রেরণা দিয়েছে, কখনো কাজের জন্য বাধা দেয়নি।
নাতি-নাতিনদের নিয়ে নতুন আনন্দ-
আজ যখন আমাদের সন্তানরা বড় হয়েছে, আর আমাদের নাতি-নাতিনরা এসেছে আমাদের জীবনে, তখন মনে হয়, জীবনের এই চক্রটা কত সুন্দর। কাশিব, কায়ান, আর কাইয়া আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। তাদের হাসি আমাদের জীবনের ক্লান্তি মুছে দেয়। জীবনের শিক্ষা-
এই দীর্ঘ ৩১ বছরের পথচলায় আমি শিখেছি, সংসার মানেই শুধু সুখের দিন নয়। সংসার মানে ত্যাগ, ধৈর্য, এবং ভালোবাসার এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সেলিনা শুধু আমার স্ত্রী নয়, সে আমার জীবনের সহযাত্রী, আমার শক্তি।
আজকের দিনে, আমাদের বিবাহ বার্ষিকীতে আমি শুধু সেলিনাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ, আমার জীবনের প্রতিটি সুখ-দুঃখের সঙ্গী হওয়ার জন্য।
তাই, এই গল্প শুধু আমার নয়, এটি সেলিনারও গল্প। আমাদের সম্পর্কের গল্প, আমাদের জীবনের গল্প

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট