1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব–এম. জহির উদ্দিন স্বপন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গল্পে গল্পে জীবন কথা-৬

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

“সময়ের আয়নায় সম্পর্কের ছায়া”

প্রথম অধ্যায়: বন্ধুত্বের বাঁধনে সূচনা নাসির আর তামান্নার প্রথম দেখা হয়েছিল স্কুলের সেই অচেনা দিনে, নবম শ্রেণির ক্লাসরুমে। তামান্না সদ্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে, বাবার বদলির চাকরির কারণে। ক্লাসের নতুন মেয়ে, কারও সঙ্গে বিশেষ কথা বলে না। নাসিরই প্রথম এগিয়ে এসেছিল।
“তোমার নাম তামান্না, তাই না?”
তামান্না মাথা নেড়ে সম্মতি দিয়েছিল।
“তাহলে তো আমাদের দলে যোগ দিতে হবে। আমরা সবাই শেষ বেঞ্চে বসি।”
সে দিনের পর থেকে নাসির আর তামান্না যেন দুই অভিন্ন হৃদয়। একসঙ্গে স্কুলের গেট পেরিয়ে বিকেলের আড্ডা, রমনার বটতলায় বসে হালকা নাশতা, কিংবা গুলিস্তানের পুরনো বইয়ের দোকানে ঘুরে ঘুরে বই কেনা—বন্ধুত্বের বন্ধনটা গড়ে উঠেছিল ধীরে ধীরে, কিন্তু খুব দৃঢ়ভাবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও তাদের বন্ধুত্ব অটুট ছিল। ক্লাস শেষে ক্যাম্পাসের বটগাছের নিচে বসে তারা একে অপরের স্বপ্নের গল্প শুনত। তামান্নার স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে মানুষের ভাগ্য বদলানোর, আর নাসির চেয়েছিল একজন বড় কবি হতে।
“তুই কবি হবি, আর আমি তোর পাঠক,” তামান্না প্রায়ই বলত।
নাসির হাসত, “তুই শুধু পাঠকই না, তুই আমার সব কবিতার অনুপ্রেরণা।”
দ্বিতীয় অধ্যায়: সময়ের চেনা-অচেনা পথ
বিশ্ববিদ্যালয়ের দিনগুলো যেন নিমিষেই পেরিয়ে গেল। কিন্তু জীবনের বাস্তবতা একসময় এসে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয় শেষে নাসির যোগ দিলো ঢাকার এক নামকরা প্রকাশনীতে সম্পাদক হিসেবে। তামান্না চাকরি পেল চট্টগ্রামে, একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।
প্রথম প্রথম প্রতিদিন ফোনে কথা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ফোনালাপ কমে এল। একসময় যোগাযোগের ব্যবধান বাড়তে লাগল।
নাসিরের কর্মজীবন ব্যস্ত হয়ে উঠল বইমেলা আর লেখকদের উৎসবে। তামান্না তখন দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ নিয়ে ব্যস্ত। তাদের জীবনের গতিপথ যেন ধীরে ধীরে ভিন্ন দিকে মোড় নিচ্ছিল।
এক সন্ধ্যায় নাসিরের হাতে একটি নিমন্ত্রণপত্র এলো। তামান্নার বিয়ে। নাসির নিমন্ত্রণপত্রটি হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। মনে হল, তার শৈশবের একটি অধ্যায় শেষ হয়ে গেল।
বিয়ের পর তামান্না আর তেমন যোগাযোগ রাখত না। মাঝে মধ্যে নাসির ফোন করত, তামান্না ধরত না। পরে ফিরতি ফোন এলেও কথাগুলো সংক্ষিপ্ত আর আনুষ্ঠানিক মনে হত।
তৃতীয় অধ্যায়: সময়ের আয়নায় সম্পর্কের বদল
পাঁচ বছর পর একদিন হঠাৎ ফোনটা বেজে উঠল।
“নাসির, তুই কেমন আছিস?”
তামান্নার কণ্ঠস্বর।
নাসির কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। এতদিন পর পরিচিত সেই কণ্ঠ শুনে যেন পুরনো দিনের অনেক স্মৃতি চোখের সামনে নাচল।
“ভালো। তুই কেমন আছিস?”
“ভালো। তোর বইটা পেয়েছি, খুব সুন্দর লিখেছিস। এখনো কবিতা লিখিস?”
“লিখি, কিন্তু আর তেমন কারও সঙ্গে শেয়ার করি না।”
“আমি পড়ব। তোর লেখা আমায় পাঠাবি?”
তারা অনেকক্ষণ কথা বলল। যেন সেই পুরনো দিনগুলো ফিরে এসেছিল।
কিন্তু নাসির অনুভব করল, সম্পর্কের মাঝে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। বন্ধুত্ব রয়ে গেছে, তবে তার রং বদলেছে।
চতুর্থ অধ্যায়: সম্পর্কের প্রকৃত রূপ
সময় অনেক কিছু বদলে দেয়। কেউ আপন হয়, কেউ পর হয়ে যায়। কেউ বন্ধুই থেকে যায়, কেউ হয় স্বার্থপর পথিক। তামান্না আর নাসির দুজনেই জানত, তাদের বন্ধুত্ব আর আগের মতো নেই। কিন্তু স্মৃতির পাতায় সেই বন্ধুত্ব আজীবন রয়ে যাবে।
একদিন তামান্না বলল, “নাসির, জানিস, জীবনটা অনেক জটিল। কিন্তু আমি বিশ্বাস করি, বন্ধুত্ব কখনো পুরোপুরি হারায় না। এটা শুধু নতুন রূপ নেয়।”
নাসির হাসল।
“তুই ঠিক বলেছিস। বন্ধুত্ব সময়ের আয়নায় প্রতিফলিত হয়, কিন্তু তার ছায়া কখনো মুছে যায় না।”
সেদিনের আলো ফুরিয়ে আসছিল। রোদ মরে গিয়ে গোধূলির ছায়া পড়ছিল জানালার কাঁচে। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলে গেলেও, কিছু বন্ধুত্ব থেকে যায় হৃদয়ের গভীরে – স্মৃতি হয়ে, আশ্রয় হয়ে।
সময়ের আয়নায় সম্পর্কের ছায়া সবসময়ই আমাদের জীবনে আলো-অন্ধকার হয়ে বিরাজ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট