আপনারা যারা আমার লেখার সঙ্গে আছেন, পড়েছেন, অনুভব করেছেন—তাদের জন্য সুখবর। আমার গবেষণামূলক বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ শিগগিরই বাজারে আসছে। এটি শুধু একটি বই নয়, বরং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংগ্রাম আর অনুসন্ধানের ফসল। যারা সাংবাদিকতা নিয়ে ভাবেন, চর্চা করেন কিংবা এর ভেতরের দুনিয়াটি জানতে চান—তাদের জন্য এটি একটি দরকারি গ্রন্থ হতে চলেছে।
এখানেই শেষ নয়—আগামী বইমেলাতে আমার তিনটি নতুন বই প্রকাশের আশাবাদ ব্যক্ত করছি। এর মধ্যে রয়েছে—
📚 সাংবাদিকতার উপর একটি গবেষণামূলক বই
📚 একটি গল্পগ্রন্থ
📚 একটি উপন্যাস
এই নতুন সংযোজনের মাধ্যমে আমার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩৩-এ দাঁড়াবে। তবে সংখ্যা নয়, আমি বিশ্বাস করি প্রতিটি বই যেন পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে পারে, তাদের চিন্তাকে নাড়া দিতে পারে।
লেখার ভুবনে এই নতুন যাত্রায় আপনাদের সঙ্গ, ভালোবাসা আর সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
চোখ রাখুন—আমাদের আগামীর সাহিত্য ভ্রমণ আরও সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ।