1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

শ্রীবরদীতে টিসিবি পণ্যে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি” ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সাফিজল হক,শেরপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে
শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদ চেয়্যারমান আব্দুল হামিদ সোহাগ এর বিরুদ্ধে টিসিবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, অনেক আগেই সরকারি ভাবে শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমূল ইউনিয়নে ১৯৩২ টিসিবি বা ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ ২০২১ সালে নির্বাচিত হয়ে টিসিবির পুরাতন কার্ড ইউনিয়ন পরিষদে জমা দিয়ে নতুন কার্ড গ্রহন করার জন্য জন্য ইউনিয়ন বাসীকে নির্দেশ দেয়, পরবর্তীতে ১৯৩২ টি টিসিবি কার্ড জমা নিয়ে, নতুন কার্ড না দিয়ে নানা টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে চাপের মুখে ১৪০০ কার্ড ফেরত দিলেও আওয়ামী বিরোধী ও বিএনপি নেতা কর্মীর নামে থাকা প্রায় ৫ শতাধিক কার্ড অন্যদের কাছে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ ও প্রমান পাওয়া গেছে। একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জানান হামিদ সোহাগ চেয়ারম্যান হওয়ার পর আমার কার্ডটি জমা নিয়ে পরবর্তীতে কার্ডটি ফেরত দেওয়ার কথা থাকলেও আমার কার্ডটি আমাকে ফেরত না দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়।
অনুসন্ধানে দেখা যায় একাধিক ব্যক্তির সঙ্গে ফ্যামিলি (টিসিবি) কার্ডের কোনো মিল নাই। ২নং রানী শিমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ ও তার লোকজনের বিরুদ্ধে একজনের টিসিবি কার্ড অন্য জনের নিকট টাকার বিনিময়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।  মালাকুচা গ্রামের আলিমদ্দীর স্ত্রী মমেজা বেগম বলেন, আমি মেয়ে মানুষ, লেখাপড়া জানি না আমাকে দেওয়া হয়েছে রানীশিমূল গ্রামের মাহাআলীর স্ত্রী ফাতেমা বেগম নামের একটি কার্ড, আমি ১ হাজার টাকার বিনিময়ে চেয়ারম্যানের কাছ থেকে কার্ডটি কিনেছি। এটা যে অন্য জনের নামের কার্ড সেটা আমি জানতাম না এই কার্ড দিয়ে পূর্বে টিসিবি পণ্য নিয়েছি।
বিলভরট গ্রামের মৃত তারা মিয়ার স্ত্রী জমিলা বেগম বলেন, চেয়ারম্যান এর ভাতিজা জামাই বিলভরট গ্রামের শুটকু মিয়ার ছেলে শরিফুলের কাছ থেকে ১ হাজার টাকা দিয়ে  টিসিবি কার্ড ক্রয় করেছি, আমাকে দেওয়া হয়েছে রানীশিমূল গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী ছাবিনা বেগম নামের একটি কার্ড।  বিলভরট গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী ফরিদা বলেন, চেয়ারম্যান এর ভাতিজার জামাই বিলভরট গ্রামের শুটকুর ছেলে শরিফুলের কাছে ১ হাজার টাকা দিয়ে আমিও টিসিবির কার্ড ক্রয় করেছি ।  আমাকে দেওয়া হয়েছে রানী শিমূল গ্রামের তাইবুদ্দীন শেখের স্ত্রী জরিনা বেগম নামের একটি কার্ড।  মালাকুচা গ্রামের কুব্বাছ আলীর স্ত্রী জহুরা বেগম বলেন আমি ও আমার ছেলের বউ ২টা টিসিবি কার্ড চেয়ারম্যান এর ভাতিজা  চক্রপুর গ্রামের আব্দুল মাজিদের ছেলে মনিরুলের কাছে ২ হাজার টাকা দিয়ে নিয়েছি। আমাকে দেওয়া হয়েছে বিলভরট গ্রামের নবীউল্লাহর স্ত্রী মনিকা বেগম নামের একটি কার্ড, আর আমার ছেলের বউকে দিয়েছে রানীশিমূল গ্রামের কাজি মতিনের স্ত্রী রেজিয়া খাতুনের কার্ড।
মালাকুচা গ্রামের সয়মন বেগম বলেন আমার ছেলে শরিফুলের নামে চেয়ারম্যান একটা কার্ড দিয়ে দিয়েছে এখন দেখি এই কার্ডটি আমার নামে না এটা বিলভরট গ্রামের তারু মিয়ার ছেলে তরিকুলের নামের কার্ড চেয়ারম্যান আমার ছেলের সাথে প্রতারণা করেছেন।  রানীশিমুল গ্রামের আব্দুল হাকিমের ছেলে হানিফ বলেন, চেয়ারম্যান সহযোগী রানী শিমূল  গ্রামের হাসেমের ছেলে ধলার কাছে ১ হাজার টাকা দিয়ে টিসিবির কার্ড নিয়েছি, আমাকে দেওয়া হয়েছে ভায়াডাংগা বালুরচর গ্রামের বাদশা আলীর ছেলে ফজলুল করিম নামে একটি কার্ড।  মালাকুচা গ্রামের জুনাব আলীর স্ত্রী জুসনা বেগম বলেন হামিদ চেয়ারম্যান এর ভাতিজা  চক্রপুর গ্রামের আব্দুল মাজিদের ছেলে মনিরুলের কাছে ১ হাজার টাকা দিয়ে নিয়েছি। আমাকে দেওয়া হয়েছে ভায়াডাংগা পশ্চিম পারা গ্রামের হাসানুজ্জামান এর স্ত্রী জেসমিন আক্তার নামের একটি কার্ড।  মালাকুচা গ্রামের জরিপ উদ্দীনের মা বলেন হামিদ চেয়ারম্যান এর ভাতিজা  চক্রপুর গ্রামের আঃ রশিদের ছেলে জামিরুলের কাছ থেকে টিসিবি কার্ড নিয়েছি । আমাকে দেওয়া হয়েছে টেংগরপারা গ্রামের ফরিজ উদ্দীনের ছেলে মাহাবুর রহমান নামের কার্ড। মালাকুচা গ্রামের আঃ রহমানের ছেলে মিষ্টারের স্ত্রী বলেন চেয়ারম্যান এর ভাতিজা  চক্রপুর গ্রামের আঃ মাজিদের ছেলে মনিরুলের কাছে ১ হাজার টাকা দিয়ে নিয়েছি। আমার স্বামীকে ভায়াডাংগা গ্রামের আবু হায়াত এর ছেলে শাহিনুর রহমান শাহিনের নামের কার্ড দেওয়া হয়েছে। চেয়ারম্যান আমাদের সাথে বড় প্রতারনা করেছে।  মালাকুচা গ্রামের মজমিয়ার ছেলে আব্দুল জলিলের স্ত্রী বলেন তার স্বামীকে দেওয়া হয়েছে রানী শিমুল  গ্রামের রহুল আমিনের ছেলে রবিউল ইসলাম নামের একটি কার্ড।
মালাকুচা গ্রামের জবেদ আলীর ছেলে আনছার আলী বলেন হামিদ চেয়ারম্যান এর আত্নীয় মাজহারুল ওরফে খাজার বউ কাছে ১ হাজার টাকা দিয়ে টিসিবি কার্ড নিয়েছি তিনিআমাকে রানীশিমুল গ্রামের নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম নামের একটি কার্ড দিয়েছে, চেয়ারম্যান এর লোকেরা খুব প্রতারনা করেছে আমারা এর সুষ্ঠ তদন্ত চাই। রানী শিমুল গ্রামের আজহার আলীর ছেলে লিটন মিয়া কিনে নিয়েছেন একাধিক কার্ড যার মধ্যে বাগহাতা গ্রামের মিজু মিয়ার ছেলে লিটন মিয়া, মালাকুচা গ্রামের জেহারুলের ছেলে জমর আলী, হাসধরা গ্রামের নুর উদ্দীন এর মেয়ে রিনা বেগম, হাসধরা গ্রামের রাজু আহমদের স্ত্রী রাশেদা খাতুন, চক্রপুর গ্রামের আফসার আলীর স্ত্রী আফরোজা খাতুন সহ একাই কিনে নিয়েছেন ১৫ এর অধিক কার্ড। আজহার আলি কে জিজ্ঞাস করা হলে তিনি বলেন প্রতি কার্ড ১ হাজার টাকার বিনিময়ে চেয়ারম্যান এর কাছে কার্ডটি ক্রয় করে নিয়েছি, এই কার্ড অন্য জনের  সেটা আমি জানতাম না। এই কার্ড দিয়ে পূর্বে টিসিবি পণ্য নিয়েছি। টিসিবির কার্ড বিতরণের বিষয়ে অনিয়ম নিয়ে চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন,আমি সৎ ও নিষ্ঠার সহিত, ইউপি সদস্যদের কঠোর ভাবে পর্যবেক্ষন করে কার্ড বিতরণ করতে বলেছি, কে বা কাহারা এই অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ভাবে ব্যবস্থা গ্রহন করিবো।    এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন টিসিবির অনিয়ম ও দূর্নীতি সম্পক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট