আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সকল গনতান্ত্রিক দল নির্বাচন করবে এটা চাই, কিন্তু যারা স্বৈরশাসক, হত্যাকারী, খুনি তাদের বিচার না করে নির্বাচনের সুযোগ দেয়ার পক্ষে আমরা না। ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানী লোক। দেশের প্রতিটি মানুষ তাকে সম্মান করে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ছাত্র-জনতার অভ্যূত্থানের পর তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যে কাজও শুরু করেছেন। রাতারাতি সবকিছু হয়ে যাবে না। তিন মাসের মধ্যে অনেক কাজ করেছেন। শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে। আওয়ামী লীগের লোক এখন আর অত্যাচার করতে পারে না। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।’
সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন ভিপি, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ জাতীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
“রিপোর্ট লেখা পর্যন্ত ছাগলনাইয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর”