1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই: অধিকারের আয়োজনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে জোর দাবি! মানবিক করিডোর: হৃদয়ের দরজা খুললেই কি সীমান্তও খুলে যাবে! স্বাধীনতা হরণ করা কলম নয়, চাই সত্যের তীক্ষ্ণ অস্ত্র! ঈদু আলম বাঁচুক—একটি জীবন, একটির স্মৃতি, এক মানবিক আবেদন সেনাবাহিনীর সফল অভিযান: মাদক-ডাকাতি চক্রের দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার দীপিকা বড়ুয়ার হৃদি কথন এক জীবন্ত কাব্যসম্ভার! বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার

বোয়ালখালীতে সাজু মামার ওরশে নাচানাচিতে সংঘর্ষ: সায়মন মুমূর্ষু, আটককৃত হাসান নিদোষ এলাকাবাসির দাবি!

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে বর্বর হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমদাদুল ইসলাম সায়মন (১৮)। এ ঘটনায় সায়মনের মা ফরিদা বেগম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১২ জন নামধারী আসামি ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।ঘটনার বিবরণ
১১ নভেম্বর, রাত আনুমানিক ১২টার দিকে বোয়ালখালীর ৭ নম্বর চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শেখ ওছিউর রহমানের দরবার শরীফের সাজু মিয়ার বার্ষিক ওরশ চলাকালে এ ঘটনা ঘটে। সায়মন তার কয়েকজন বন্ধুর সঙ্গে দরবারে প্রবেশের সময় ১ নম্বর আসামি মো. হাসানের সঙ্গে ধাক্কা লাগে। কথা-কাটাকাটির একপর্যায়ে হাসান তার সহযোগীদের নিয়ে দলবদ্ধভাবে সায়মনকে লোহার রড, হকিস্টিক ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হাসান হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে সায়মনের মাথায় আঘাত করলে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। ২ নম্বর আসামি তানভিরুল হাসান রাহাত হকিস্টিক দিয়ে পিঠে এবং অন্যান্য স্থানে আঘাত করে। ৪ নম্বর আসামি মো. রোকন উদ্দিন লোহার রড দিয়ে সায়মনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। এছাড়া ৬ নম্বর আসামি মো. ইরফান সায়মনের পকেটে থাকা নগদ ৫,৫০০ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজনের সহায়তায় সায়মনকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মূলত দরবারের গানের আসরের নাচানাচি নিয়ে ঘটনার সূত্রপাত -সায়মনদের একটি গ্রুপের সাজু মিয়ার ওরশ উপলক্ষে চরণদ্বীপ দরবারে মহিষ নিয়ে আসাকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একইভাবে সায়মনদের গ্রুপ এসে মারামারিতে জড়ায়। সেই ঘটনার রেশ ধরেই এবছর তারা মীরাপাড়া থেকে ধারালো ছুরি ও কিরিচসহ একাধিক অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নিয়ে আসে। ঘটনার বিবরণ-একটি তুচ্ছ বিষয় নিয়ে সায়মন ও তার সঙ্গীরা দরবার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। তাদের বহনকারী সিএনজি থেকে অস্ত্র বের করে স্থানীয় যুবকদের হুমকি দিতে থাকেন। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দরবার এলাকার ছেলেরা প্রথমে মার খায়। তবে পরে তারা সংঘবদ্ধ হয়ে সায়মনদের ওপর পাল্টা হামলা চালায়। পালিয়ে যাওয়ার সময় সায়মন ও তার বড় ভাই মোটরসাইকেলে উঠলেও, পায়ের জুতা ছুটে গেলে সেটি নিতে গিয়ে তিনি ধরা পড়েন। এ সময় ফরহাদের নেতৃত্বে সায়মনের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। তবে গোপন সূত্র জানায়, হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়নি। বরং হাসান নামে এক যুবক সায়মনকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তবুও মামলায় হাসানকে প্রধান আসামি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে হাসানসহ চারজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ঘটনার সূত্রপাত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি দৈনিক ভোরের আওয়াজ-কে জানান, স্থানীয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।চরণদ্বীপ দরবার: অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি নিয়ে এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ করছে-চরণদ্বীপ দরবার, উপমহাদেশে প্রখ্যাত সুফি সাধক গাউসুল আজম আহমেদ উল্লাহ মাইজভান্ডারির প্রথম এবং প্রধান খলিফা মওলানা অছিউর রহমানের প্রতিষ্ঠিত পবিত্র স্থান। এই দরবারে দীর্ঘ শতাব্দীর ইতিহাসে কখনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়নি। তবে, সম্প্রতি দরবারের প্রাক্তন প্রধান খলিফা মওলানা অছিউর রহমান চরণদ্বীপীর নাতি সাজু মিয়া (প্রকাশ সাজু মামা)-এর ওরশকে কেন্দ্র করে একাধিক বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এলাকাবাসীর মতে, এসব ঘটনায় দায়ী কিছু দুষ্কৃতকারী এবং দরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতা। সাজু মিয়ার ওরশ এবং বিশৃঙ্খলার অভিযোগ গত কয়েক বছর ধরে উঠে আসছে। সাজু মিয়ার ওরশ উপলক্ষে অশান্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করেছে, এ সময় ওরশের আশপাশে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চালানোর সুযোগ পায় কিছু দুষ্কৃতকারী। অছিউর রহমান ফারকী চরণদ্বীপির
দরবারের কর্ণধার শহিদুল্লাহ ফারুকী বিভিন্ন সময়ে এসব কার্যকলাপ বন্ধের পদক্ষেপ নিলেও, দরবারের অভ্যন্তরীণ জটিলতার কারণে তা সফল হয়নি। গত বছরের মতো এবারও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা পুলিশি তদারকি থাকলে হয়তো এড়ানো যেত। স্থানীয়দের মতে, আয়োজক কমিটি এসব ঘটনা সম্পর্কে আগেই অবগত থাকলেও তারা পুলিশি সহযোগিতা নেয়নি।
ঘটনাস্থল এবং আটক ছাত্র হাসানের বিষয়ে অভিযোগ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আটককৃত হাসান নামের একজন মেধাবী ছাত্রকে অহেতুক আসামি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, হাসান সেদিন সায়মনকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তারা বলেন, “যদি হাসান না থাকতো, ফরহাদ সায়মনকে ঘটনাস্থলেই হত্যা করতো।” তাই এলাকাবাসী পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার। বখাটেদের উৎপাত এবং পুলিশের করণীয়-চরণদ্বীপ দরবারের আশপাশ, বিশেষ করে ভরা পুকুর এলাকায় বখাটেদের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এই পরিস্থিতি দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। সমাধানের দাবি-এলাকাবাসী চরণদ্বীপ দরবারের ঐতিহ্য রক্ষায় দুষ্কৃতকারীদের শাস্তি ও দরবার সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে। পুলিশ প্রশাসনকে এলাকাবাসীর আস্থার জায়গা ফিরিয়ে এনে দরবার ও এর আশপাশে শান্তি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট