চট্টগ্রামের মেহেদীবাগস্হ মাদানী টাওয়ারে অবস্থিত বাটপার সেলিমের বাসা ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতারণার শিকার ভুক্তভোগীরা। সেলিম, যিনি সাবেক মন্ত্রী হাসান মাহমুদের নাম এবং পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়েছেন বলে অভিযোগ, চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার প্রলোভনে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি বন্দরের সাইফ পাওয়ারটেক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়ে, ভুয়া নিয়োগপত্র দেখিয়ে শত শত বেকার যুবককে প্রতারিত করেছেন। অভিযোগ রয়েছে, সেলিম এই প্রতারণার জন্য হাসান মাহমুদের নামের দোহাই দিয়ে বিশ্বাস স্থাপন করেছিলেন, এবং এই চক্রে হাসান মাহমুদের সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে। ভুক্তভোগীরা সেলিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করার পাশাপাশি, সেলিমের মেহেদীবাগের মাদানী টাওয়ারের বাসা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি, সেলিম এবং তার মতো প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ভুক্তভোগীদের প্রতি সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিকরা।