
গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট একটি টিম এসে ১০ টি ব্যাগে থাকা ১২৩ টি বোমা নিরাপদ জায়গায় বিস্ফোরিত করেন । পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে প্রথমে নয়টি কালো রং এর হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আর এর কিছু সময় পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগ পুরো এলাকা ঘিরে রাখেন। পরে বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট আসে সেখানে দশটি ব্যাগ পান তারা। সেগুলো উদ্ধার করে একসাথে করে বিস্ফোরিত করেন।
স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক এক সাথে হেটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রং এর ব্যাগ। এগুলো দেখে আমরা পুলিশকে খবর দেই। তারা আসে। এখন এই এলাকায় আতঙ্ক বিরাজ করছি। ডামুড্যা থানার সাব ইনেসপ্টেক্টর ইয়ার হোসেন বলেন, আমরা ৯ টার সময় খবর পাই উত্তর আকালবরিশ এলাকায় বোমা সদৃশ্য কিছু দেখে এলাকার লোক আমাদের খবর দেয়। আমরা সাথে সাথে এখানে চলে আসি। আমাদের বোম ডিস্পনসার গ্রুপকে খবর দিলে তারা আসে। আমরা পুর এলাকাকে ঘিরে রাখে।
সহকারী পুলিশ সুপার ভেদাগঞ্জ সার্কেলের মোঃ মুশফিকুর রহমান বলেন, আমরা ঘটনা শোনার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হউ। পুলিশ ও সেনাবাহিনী একটি টিম পুরো এলাকাকে ঘিরে রাখে। সন্ধ্যায় ঢাকা থেকে বোম ডিসপোজাল গ্রুপ এসে বোমাগুলো বিস্ফোরিত করে। ১২৩ টি বোমা ছিল ১০ টি ব্যাগে। আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।