1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগে মো. দেলওয়ার হোসাইনের বিদায় সংবর্ধনা

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অধীনে জেনারেল হাসপাতাল (মেমন-২) এ প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ দেলওয়ার হোছাইনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসনিক কার্যালয়ের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুজিবুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডা. তপন কুমার চক্রবর্তী (সহকারী স্বাস্থ্য কর্মকর্তা) এবং জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী।
সংবর্ধিত বিদায়ী মোহাম্মদ দেলওয়ার হোছাইনকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার হাত থেকে। আরও বক্তব্য রাখেন সাবেক জুনিয়র এক্সিকিউটিভ মো. ইলিয়াছ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক মো. আবু তাহের এবং ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডা. হোসনে আরা বেগম, জোনাল মেডিকেল অফিসার সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিহা আকতার।প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ দেলওয়ার হোসাইনের বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আজ আমাদের একজন অভিজ্ঞ, নিষ্ঠাবান এবং কর্মনিষ্ঠ সহকর্মীকে বিদায় জানাতে এসে আমাদের মন ভারাক্রান্ত। মোহাম্মদ দেলওয়ার হোসাইন শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন; তিনি আমাদের এই প্রতিষ্ঠানের অভিভাবকের মতো ছিলেন। তাঁর সততা, দায়িত্ববোধ, এবং নিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য প্রতিকূল পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। তিনি সব সময় স্বাস্থ্য বিভাগের সেবার মান উন্নয়নে নিবেদিত ছিলেন এবং বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সহজ সরল ব্যবহারের জন্য সহকর্মীদের মাঝে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। আমাদের সবার জন্যই তিনি একজন আদর্শ সহকর্মী ছিলেন, যাঁর সঙ্গ আমাদের পথচলাকে সহজ করে দিয়েছে। মোহাম্মদ দেলওয়ার হোসাইনের অবদানের কথা আমাদের কখনো ভুলবার নয়। আমরা তাঁর এই নতুন জীবনের জন্য শুভকামনা জানাই এবং আশা করি, তিনি সব সময় আমাদের পাশে থাকবেন। তাঁর ভবিষ্যৎ জীবন আনন্দময় ও সমৃদ্ধ হোক – এই প্রার্থনা করি। আমাদের এই পরিবারের একজন গর্বিত সদস্য হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”এই বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাঁর পরামর্শ ও অভিজ্ঞতা এই বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট