সিলেট ঘুরে-জিন্নাত আরা ঝিনুক
সিলেট সিটি কপোরেশন ১২ ওয়ার্ডের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
“শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের” সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে শেখঘাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে। রবিবার অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগণ, সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের সঞ্চালনায় এবং উপদেষ্টা সাব্বির আহমদের সভাপতিত্বে সভাটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বক্কর সিদ্দিক। এরপর প্রয়াত প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব আনসার আহমদের পুত্র মেহদী আহমদ রুহিত উদ্বোধনী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্য দেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদ। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন এবং নতুন প্রজন্মকে সমাজের সেবামূলক কাজের সাথে যুক্ত করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখঘাট পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন, এবং শেখঘাট পঞ্চায়েত কমিটির সদস্য জনাব সাহেদ আহমদ। সভায় আরো বিশেষ অতিথি ছিলেন আয়কর আইনজীবী ও রেড ক্রিসেন্ট এডহক কমিটির সদস্য জনাব আমিনুর রহমান। অনুষ্ঠানে উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজমন হোসেন পুরাতন কমিটি বিলুপ্ত করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। নতুন কমিটিতে পারভেজ আহমদকে সভাপতি এবং তৌকির আহমদ শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছেন সহ-সভাপতি এডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, সহ-সভাপতি ফয়েজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন রনী, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মকসুদুল আরেফিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু এবং অফিস ও অর্থ সম্পাদক সাদমান ইসলাম।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন সহ-প্রচার ও সমাজ সেবা সম্পাদক মুসাদ্দেক আহমদ ফারহান, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহিম আহমদ রুপম, সহ যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাসিন মাসুদ, মানব সম্পদ উন্নয়ন ও আইসিটি সম্পাদক মাসুম আহমদ এবং সহ মানব সম্পদ উন্নয়ন ও আইসিটি সম্পাদক আরাফাত রহমান মিহির। নতুন কমিটির সদস্যরা দলীয় ঐক্য ও সেবার মনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং শেখঘাট এলাকার উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ নিরলসভাবে সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছে। এই অরাজনৈতিক সেবা সংগঠনটি নারী উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করেছে, নারীদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং অর্থনৈতিক স্বাধীনতার পথ উন্মোচনে সহায়তা প্রদান করেছে। পাশাপাশি অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো, দরিদ্র ও নিরক্ষর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সংকট নিরসনে সাহায্য করার মাধ্যমে সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রেখে চলেছে। এছাড়াও, শিশুদের টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, রক্তদান কর্মসূচি চালিয়ে আসা এবং যৌতুক বিরোধী আন্দোলনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যৌতুকের কুপ্রভাব এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংগঠনটি নিয়মিত প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করে আসছে। এই সকল উদ্যোগের মাধ্যমে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ শুধু একটি সেবা সংগঠন হিসেবেই নয়, বরং একটি উন্নয়নমুখী ও দায়িত্বশীল সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা সমাজের কল্যাণে অবিচলভাবে কাজ করে যাচ্ছে।