1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

বড়লেখায় মহাসড়কে ঘন ঘন দূর্ঘটনা কতৃপক্ষ নিরব

আলী উবায়েদ ইমন
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজার- বড়লেখা আঞ্চলিক মহাসড়কের রতুলী, কাঁঠাল তলীর মধ্য খানে রেল গেইট নামক স্হানে ১২০ ফুট রাস্তায় দুটি টানিংয়ে বছরের পর বছর থেকে ঘন, ঘন সড়ক দূঘর্টনা হচ্ছে ,এ নিয়ে কতৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন । দূর্ঘটনার ফলে কেউ পঙ্গু আবার অনেকে জিবন দিতে হচ্চে । সড়কটি সোজা করতে করতে মাএ সাড়ে তিন শত ফুট সড়ক যদি করা হয় তাহলে এসব দূর্ঘটনা রোদ হবে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট সড়কটি সোজা করা সহ প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সচেতন মহল সহ এলাকাবাসীর জোরালো দাবী ।

সরেজমিনে এলাকায় গেলে রতুলী বাজার বণিক সমিতির সহসাধারণ সম্পাদক আছাদ উদ্দিন, সাবেক অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক জগদীশ পাল, সমাজ সেবক আব্দুস শহিদ, কামাল মিয়া, রাসেল আহমদ সুজান, সহ অনেকে জানান। মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার আঞ্চলিক এই মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় অনেক যানবাহন প্রতিদিন চলাচল
করে। বড়লেখা,উপজেলার রতুলী ও কাঁঠাল তলীর মধ্যখানে রেল গেইট স্হানীয় ভাবে গেইট ঘর নামে পরিচিত এ স্হানে ১২০ ফুট রাস্তার মধ্যে দুটি ঝুঁকি পূর্ণ টানিং রয়েছে এ টানিংয়ে গাড়ি উল্টে ঘটে দূর্ঘটনা। গাড়ির যাএীর জন্য এই টানিংটি হচ্ছে একটি মরন ফাঁদ । দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাতে ভোর রাতে এ সড়কের টানিংয়ে গাড়ি চালান যে সব চালক নতুন আসে এর আগে এ সড়কে গাড়ি চালায়নি বা অব্যস্ত নয় তারাই দূর্ঘটনার শিকার বেশি হচ্ছে।

এই রেল গেইটের টানিংয়ে দূর্ঘটনা পার্শবর্তী একটি বাড়ির উপর দিয়ে কয়েক দফা গাড়ি উঠে যায় বাড়ি সহ বিদ্যুৎ এর খুঁটি বেঙ্গে যায় লোকজন বাড়ি ছেড়ে অন্য স্হানে চলে যেতে হয়। এই রেল গেটের টানিংয়ে সড়ক ও জনপদের জায়গা রয়েছে। রেলের পশ্চিমের সড়ক ও জনপদের রাস্তাটি ১৫ ফুট পূর্বে এছাড়া রেলের পূর্বের সড়ক ও জনপদের রাস্তাটি ১৫ ফুট পশ্চিম স্হান দিয়ে করা হলে টানিংয়ের এই মরন ফাঁদ দুর হবে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান বাস্তবায়নের জন্য সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি তারা সরেজমিনে এসে এর একটা ব্যবস্হা করা হবে। টানিংয়ের দূর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তাটি সোজা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোরালো দাবী জানিয়েছেন ভুক্তভোগী সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট