ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় রবিবার রাতে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৮৯৫০ টাকা, ৩ টি মোবাইল ও দেশীয় চুরি চাপাতি সহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী, আটক কৃতরা হলেন ১।নেজাম উদ্দিন (৩৫), পিতা মৃত, সুজল হক, ২। আবদুর রহিম সুজন ( ৪২) পিতা মৃত, আবদুল বারেক, ৩। আবুল বশর (৩৬), পিতা মৃত, আবু তাহের।