ফেনীর ডিসি মোসম্মৎ সাহিনা আক্তার কে স্বৈরাচারের দোসর ছাত্র হত্যার সহযোগী আখ্যা দিয়ে অপসারণ ও বিচার দাবি করে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে মানব বন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা। আজ সকাল ১১ টায় ফেনীর ট্রাংক রোডে অবস্থিতি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধনে ফেনী জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে অভিযোগ করে বলেন, বিগত ৪ ই আগষ্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিলে গুলি করে ৯ জন ছাত্রকে হত্যা করার পরও এই ডিসি মোসাম্মৎ সাহিনা আক্তার নিরব ভূমিকা পালন করেন এবং হত্যাকারীদের আটক না করে বিভিন্ন ভাবে দেশ ত্যাগে সহযোগীতা করেন।
তারা বলেন ছাত্র জনতার গণ বিস্ফোরণে স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসর রা এখনো দেশের বিভিন্ন জায়গায় স্বপদে বহাল থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আবদুল্লাহ ওবায়ের অন্ত বলেন, ডিসি মোসম্মৎ সাহিনা আক্তার রা প্রতি বিপ্লবের সপ্ন দেখছেন, আমাদের ভাইয়েরা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছেন তা নস্যাৎ করার পরিকল্পনা করছেন। তাদের স্বরন করিয়ে দিতে চাই ছাত্র জনতা এখনো জেগে আছে তাদের এই ষড়যন্ত্র কোনদিন সফল হতে দিবে না। রফিকুল ইসলাম রাতুল, অন্তর্বর্তীকালীন সরকারেরে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ৯ জন ভাই স্বৈরাচারের গুলিতে নিহত হওয়ার আড়াই মাস পার হলেও এই ডিসি সাহিনা আক্তার তাদের পরিবার কে দেখতে বা শান্তনা দিতে যান নি বরং খুনিদের গ্রেপ্তারে গড়ি মসি করে তাদের নিরাপদে সেফ জোনে চলে যেতে সহযোগিতা করেছেন। তাই অনতিবিলম্বে এই খুনির দোসর, গনহত্যার সহযোগি ডিসি মোসম্মৎ সাহিনা আক্তার কে অপসারন করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
তাদের মূল দাবির মধ্যে রয়েছে ফেনীর জেলা প্রশাসক সাহিনা আক্তার কে অপসারন করে বিচারের আওতায় আনা, আইন, বিচার বিভাগে বিগত সরকারের আমলে যারা দূর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম ও খুনের সহযোগী ছিলেন তাদের অপসারন করে বিচারের মুখোমুখি করা এবং বর্তমান যারা অনৈতিক সুবিধা নিয়ে হত্যাকারী, স্বৈরশাসকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের ও আইনের আওতায় নিয়ে আসা।