গত ০৩ অক্টোবর ২০২৪ বিকাল ৩.০০ ঘটিকার সময় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ১০ বছরের প্রতিবন্ধী রোমানা আক্তার কে প্রতিবেশী শহিদ মিয়ার ছেলে শামীম ইসলাম (১৮) বসত বাড়ী সংলগ্ন বাঁশ ঝাড়ে নিয়ে পরনের প্যান্টখুলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টাকালে মেয়েটি কান্নকাটি ও চিৎকার করলে আশেপাশের লোকজনকেএগিয়ে আসতে দেখে অভিযুক্ত ধর্ষক শামীম ইসলাম পালিয়ে যায়। এ বিষয়ে রোমানার মা আলোকা বেগম বাদী হয়ে গত ১০/১০/২০২৪ ইং ১। শামীম ইসলাম (১৮), পিতা- শহিদ মিয়া, ২। শহিদ মিয়া (৩৯), পিতা- মোস্তাক, ৩। মোঃ মোস্তাক (৫৮), পিতামৃত: মন্ডল, ৪। শিলা বেগম (৩৬), স্বামী মোঃশহিদ মিয়া, সর্ব সাকিন উত্তর গোবধা, ০৬ নং ওয়ার্ড, ইউপি দূর্গাপুর, থানা আদিতমারী, জেলা লালমনির হাট কে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি ০৯ (৪খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২০) তৎসহ ৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬/দি প্যানাল কোড ১৮৬০ ধারায় আদিত মারী থানায় গৃহীত হয়।
মামলাটি দায়ের হওয়ার পর থেকে আসামী শামীম ইসলাম (১৮) গং প্রতিবন্ধী রোমানা আক্তার এর পরিবার কে দ্রুত মামলা তুলে নিতে বলে অন্যথায় রোমানার পরিবারের সকলের বিরুদ্ধে মামলা দায়ের ও জীবন নাশের হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আদিতমারী থানা সূত্রে জানাযায় অভিযুক্ত ধর্ষক শামীম ইসলাম (১৮) ছাড়া উক্ত মামলার বাকী আসামীগণ জামিনে আছেন। তবেপ্রতিবন্ধী রোমানা আক্তার এর বাবা নজরুল ইসলাম বলেন এর আগেও উক্ত শামীম আমার প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টা করেছিল। তখন পারিবারিক ভাবে মীমাংসা ও শাসন করার পরেও আমার প্রতিবন্ধী মেয়েটাকে ০৩ অক্টোবর ২০২৪ ইং জোর পূর্বক আবারো ধর্ষনের চেষ্টা করলে আমার স্ত্রী আলোকা বেগম থানায় এজাহার করেন্যায়বিচার প্রার্থনা করে কিš‘ আমি গরীব মানুষ হওয়ায় ন্যায় বিচারের বিপরীতে ¯’ানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত করে আসামী শামীম ইসলাম (১৮) মামলা তুলে নেওয়ার হুমকি দি”েছ। অন্যথায় আমার পরিবারের সকল সদস্যকে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমায় ফাসিয়ে দিয়ে আমাদের বসত ভিটা ছাড়া করবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন করছে।
এদিকে মামলার বাদী প্রতিবন্ধী রোমানার মা আলোকা বেগম ভয়ে তার মেয়েকে নিরাপত্তার কারণে পূর্বের স্কুল থেকে সরিয়ে বাড়ীর কাছা-কাছি ব্রাক স্কুলে ভর্তি করেছেন এবং প্রতিবন্ধী রোমানাসহ পরিবারের সকল সদস্যদের নিরাপত্তার জন্য সাংবাদিক সমাজ এর মাধ্যমে মানবাধিকার সংগঠন, যথাযথ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষন করে পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচার দাবি করেছেন। প্রতিবন্ধী রোমানাকে ধর্ষনের চেষ্টায় অভিযুক্ত আসামী শামীম ইসলাম (১৮) গং এর বিরুদ্ধে আনীত মামলায় রোমানার পরিবার ন্যায় বিচার পাবেন এলাকাবাসীর এমনটাই প্রত্যাশা।