বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী ওয়ার্ড কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এক দাওয়াতী সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জের স্টেশন রোডস্থ উজানভাটি চাইনিজ রেস্টুরেন্ট এর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেশাজীবী ওয়ার্ড কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ সোহেল রানা ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন বাংলাদেশ জামায়েত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার কেন্দ্রীয় সূরা সদস্য ও আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর শাখার আমীর মোঃ আনোয়ার হোসাইন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুর হক ও সেক্রেটারি মোঃ শফিকুল হক সহ সংগঠনের অন্যান্য নেত্রীকৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।