filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২৮ বছর আদালতের রায়ে জমির মালিকানা বুঝে পাওয়ার পর আবারো জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী মৃত ফরজ উল্লাহর পুত্র আব্দুল মালেক বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক ১৯৯৪ সালে একই গ্রামের মাংরা সিংয়ের কাছে ১ একর ৩৪ শতক জমি ক্রয় করে। ২ বছর পর মাংরা সিংয়ের ভাতিজা কাশিরাম সিং পবিত্র তার চাচাকে হুমকি ধামকি দিয়ে সুকৌশলে জমিটি পুনরায় নিজের নামে দলিল করে নিয়ে দখল করে। জমির দখল নিতে গিয়ে মালেক মিয়ার কৃষি শ্রমিক আব্দুলকে প্রকাশ্যে খুন করে। তারপর থেকে জীবনের নিরাপত্তার ভয়ে জমিতে চাষাবাদ করতে পারেনি মালেক। পরবর্তীতে নিহত শ্রমিক আব্দুলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে খুনের মামলা দফারফা করেন পবিত্র।
এদিকে দীর্ঘদিন পর ২০০৮ সালে জমির জবর দখল স্বত্ব ও অবৈধ দখলদার উচ্ছেদ করার জন্য সিনিয়র সহকারী জজ আদালত মিঠাপুকুরে একটি মামলা দায়ের করে আব্দুল মালেক। ২০২১ সালের ২২ মার্চ মামলার রায়ের প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আদালতের নির্দেশনায় পুলিশের একটি দল ঢোল বাজিয়ে ও লালপতাকা উড়াইয়া জমির দখল স্বত্ব বুঝাইয়া দেয় আব্দুল মালেক কে। সেদিন রাতেই জবরদখলকারী পবিত্র সিং,যতিন সিং,কৈ বালা সিং আদালতের নির্দেশনায় লাগানো লাল পতাকা যুক্ত খুটি, সীমানা পিলার ও ৫০ টি মেহগনি গাছের চারা রাতের আধারে উপড়াইয়া ফেলে।
এবিষয়ে ভুক্তভোগী আব্দুল মালেক জানান, আদালত কর্তৃক জমির দখল বুঝে দেয়ার পর থেকেই আমাকে ও পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আশংকা করতেছি আমাকেও কৃষি শ্রমিক আব্দুলের মতো খুন করতে পারে। আমি জীবনের নিরাপত্তার ভয়ে রায় পাওয়ার পরও এখন জমিতে যেতে পারতেছি নাহ।
ভাংনী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, মালেক মিয়ার জমি নিয়ে দ্বন্দ্বটি দীর্ঘদিনের। এখানে একই জমি দুইজনের কাছে বিক্রি করার মাধ্যমে মাংরা সিং দুই পক্ষের সঙ্গেই প্রতারণা করেছেন।মাঝখানে দুই পক্ষ মামলা মোকাদ্দমা ও মারামারি করে ক্ষতিগ্রস্ত হয়েছে।আদালতের নির্দেশে আব্দুল মালেক জমি ফেরত পেয়েছে। জমির লাল ফ্লাগ রাতের আধারে তোলার বিষয়ে লোকমুখে শুনেছি।
মিঠাপুকুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিবুর জানান,এবিষয়ে আব্দুল মালেক বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।আগামীকাল ঘটনাস্থলে গিয়ে এবিষয়ে তদন্ত করা হবে।