বোয়ালখালী,১০থেকে ১৩ তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করেছে বোয়ালখালী। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহাসান হাবিব পলাশ সাহেবের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খান সরাসরি বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রায়হান উদ্দিন খান বোয়ালখালী উপজেলার সকল হিন্দুধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই পূজার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যথেষ্ট আন্তরিক।” তিনি নিজে একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং চলা আসরের পর তার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
শ্রী শ্রী জগদ্বীশ্বরী কালিবাড়ী পূজা মণ্ডপে উপহার সামগ্রী পৌঁছে দেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান এবং অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। ডিআইজি আহসান হাবিব পলাশের পক্ষ থেকে উপহার সামগ্রী নেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
বোয়ালখালীতে ৯৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, ১২টি পুলিশ টিম এবং পুলিশ লাইনের ২০ জন পুলিশ সদস্যের সহযোগিতায় চারদিনব্যাপী এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন অফিসার ইনচার্জ হিসেবে গোলাম সারোয়ার সম্প্রতি বোয়ালখালী থানায় যোগদান করেছেন এবং তিনি চট্টগ্রামে পূর্বে কোনো থানায় দায়িত্ব পালন করেননি। তার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা বীরদর্পে কাজ করেছেন। পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বোয়ালখালী বাসীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “এটি প্রমাণ করে, আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সহযোগিতার দৃঢ়তা বিদ্যমান।”
শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে বিবেচিত।