1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে উত্তাল জনসভার দাবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন! আইজিপি ব্যাজে ভূষিত পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ: নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক পুলিশের উজ্জ্বল প্রতীক! চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনকে আইজিপি ব্যাজ: নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার প্রতীক! কোতোয়ালি থানায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা

মুরাদনগরে ঘাতকের ছুরিকাঘাতে নিহত : ১ আহত-৩

বিল্লাল হোসাইন
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
 উপজেলার নবীপুর বাজারে ঘাতকের ছুরিকাঘাতে রাজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় গুরতর আহত হয়েছেন আরো ৩ জন। নিহত রাজিব  রহিমপুর গ্রামের মৃত: খলিল মিয়ার পুত্র।  আহতরা হলেন- নবীপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোজাফফর আহমেদ (৬০) , তার ছেলে আক্তার হোসেন (৩০) ও ছোট ভাই জসিম উদ্দিন (৫৫) । বৃহস্পতিবার রাত প্রায় ৮টায় পাওনা টাকা নিয়ে সালিশী বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। ঘাতক মারুফ (২০) মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে। দুর্দান্ত এই কিলারকে চট্রগ্রাম থেকে ভাড়া করে আনা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, নবীপুর গ্রামের আক্তারের স্ত্রী রাবেয়ার (৩৬) সাথে একই এলাকার ফারুকের স্ত্রী শিরিন (৩৪) নামে এক মহিলার দশ হাজার টাকার লেনদেন নিয়ে কিছুদিন পূর্বে ঝগড়া ও মারামারি হয়। বিষয়টি সমাধানের লক্ষে বৃহষ্পতিবার সন্ধ্যার পর স্থানীয় মেম্বার মাইন উদ্দিন ও কামাল মাস্টারসহ সালিশী ব্যাক্তিবর্গ নবীপুর স্টেশনে একটি অফিসে বসেন। সালিশ চলাকালীন অবস্থায় দুজন অপরিচিত যুবক এসে বলেন কিসের বিচার ? তাকে (রাবেয়াকে)  ধর! এই বলে ভীতরে ঢুকে। কিছু বুঝে উঠার আগেই সকলের সামনে রাবিয়াকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন  রাজিব মহিলাকে বাঁচাতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে  রাজিবের বুকে ও পেটে ছুরিকাঘাত করেন ঘাতক।  মুহুর্তের মধ্যেই আক্তার ,  মোজাম্মেল, ও  জসিমকে  কুপিয়ে মারাত্বক  যখম করেন।   দুবৃত্তের বেপরোয়া ছুরিচালনা দেখে স্থানীয় সাহসী যুবক আলমগীর হোসেন তাকে পেছন থেকে ছুরাসহ জড়িয়ে ধরে পুলিশে সোপর্দ করেন। ঘাতক পেশাদার কিলার গ্রæপের সদস্য হতে পারে ধারনা করা করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী রাবেয়া আক্তার বলেন, টাকা নিয়ে দ্ব›েদ্বর জেরে কিছুদিন পুর্বে পাশের বাড়ির শিরিনের সাথে হাতাহাতি হয়। ওটার বিচারের জন্য নবীপুর স্টেশনে একটি অফিসে আসি। সেখানে প্রতিপক্ষ শিরিন আগে থেকে তার দেবরকে দিয়ে ভাড়াটে  পোলাপাইন রাখে। বিচারচলাকালীন সময় ভাড়াটে খুনি আচমকা ভীতরে ঢুকে আক্রমন করেন।  রাজিব আমাকে বাঁচাতে গেলে খুনি তার কোমর থেকে ছুরি বের করে রাজিবের বুকে ও পেটে  আঘাত করে। রাজিব শুধু  একটা চিৎকার দেয় “ আপা আমার কলিজাটা ছিড়ে গেছে ”।
নিহতের ভাই আলমগীর হোসেন জানান, আমার ভাই ফার্নিচারের নকশার কাজ করত। বৃহষ্পতিবার সন্ধ্যার পর তার বন্ধুর সাথে  সালিশী দেখতে যায়। সেখানে ঘাতকের হাত থেকে মহিলাকে বাঁচাতে গিয়ে ভাড়াটে খুনির হাতে নির্মমভাবে খুন হয়। সে বিয়ে করেছে ৩ বছর হয়। দুই বছরের একটি শিশু পুত্র আছে। আমরা এই হত্যারীসহ জড়িতদের ফাঁসি চাই।
সালিশী কামাল মাস্টার বলেন,“ বিচার প্রায় শেষ এমতাবস্থায় দুটি অপরিচিত ছেলে ভীতরে ঢুকে । ধর বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেই আচমকা আক্রমন করে। প্রথমে মনে হয়েছে কিল ঘুষি দিচ্ছে। তাৎক্ষনিক রক্তপাত দেখে লক্ষ করা গেছে ওর হাতে চকচকে ধারালো অস্ত্র। কিলার  ভাড়াটে ও দুর্দান্ত। তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহবুবুল হক বলেন, “ হত্যাকান্ডে জড়িত প্রধান আসামীকে আটক করা হয়েছে। সে একাই ছুরিকাঘাত করেছে। এতে  আরো ৩ জন আহত হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট