
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। আহতদের প্রথমে গাইবান্ধা জেলা আধুনিক সদর হাসপাতালে পরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাঘাটা থেকে একটি মটরসাইকেলে আছাদুলসহ আরো দু’জন গাইবান্ধা শহরে যাওয়ার পথে ত্রিমোহনীর বাজারে দক্ষিনে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছাদুলের মৃত্যু হয়। তার বাড়ি সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামে, এসময় হলদিয়া গ্রামের মঞ্জুর মিয়া ও তার ছেলে গুরুতর আহত হয়। সদর থানা পুলিশের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ট্রাকটিকে আটক করতে পারেনি।