1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর” বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা 

চট্টগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম দুর্নীতিকে শক্ত হাতে দমন করতে চান ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
চট্টগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম দুর্নীতিকে শক্ত হাতে দমন করতে চান ।

যেখানেই দুর্নীতি সেখানেই ‘হাত’ দিতে চান চট্টগ্রাম জেলা প্রশাসনে পদায়ন হওয়া প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, নতুন বাংলাদেশে দুর্নীতিকে শক্ত হাতে দমন করতে চাই। কলেজ শিক্ষক বাবার কথা স্মরণ করে তিনি বলেন, বাবা প্রায়ই বলতেন ‘সততার সাথে যোগ্য হয়ে ওঠতে হবে।’ বাবা আমাদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। যোগ করেন তিনি।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ১১ আগস্ট, বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন ২৫ বিসিএসের (প্রশাসন) এই কর্মকর্তা।

 

দায়িত্বভার গ্রহণ করার আগে মুঠোফোনে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নতুন জেলা প্রশাসক।

 

মুঠোফোনে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নতুন যে বাংলাদেশের জন্ম হয়েছে সততা ও দক্ষতার সাথে আমি তার প্রতিনিধিত্ব করতে চাই।

 

তিনি আরও বলেন,মানুষের কৃষ্টি-সংস্কৃতির মতো চট্টগ্রামের হৃদয়টাও অনেক বড়। চট্টগ্রামকে আধুনিক একটি নগর হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, আমি বিশ্বাস করি সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য নিয়োগ পাওয়া এই কর্মকর্তা আরও বলেন,রক্তস্নাত একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ পেতে হাজারও ছাত্র-জনতাকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে।

সাঈদ ও মুগ্ধের কথা স্মরণ করে তিনি আরও বলেন, সাঈদ ও মুগ্ধের রক্তে আমরা যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেখানে আমাদের সন্তানেরা স্বস্তিতে বেড়ে ওঠবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে অনার্স এবং ২০০২সালে মাস্টার্স সম্পন্ন করেন ফরিদা খানম। এর আগে ১৯৯২ সালে সম্পন্ন করেন এসএসসি এবং ১৯৯৪ সালে এইচএসসি।

ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জননী ফরিদা খানম। ফরিদা খানমের স্বামী জহুরুল ইসলাম সফল একজন ব্যবসায়ী। বাবা কলেজ শিক্ষক মতিউর রহমান জাফরী।
২৫তম বিএসএস-প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রংপুর জেলাতে সহকারি কমিশনার হিসেবে যোগদেন ফরিদা খানম। সেখানেই দায়িত্বপালন করেন ২০০৮ পর্যন্ত।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সহকারি কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন নারায়নগঞ্জ জেলা এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বপালন করেন নরসিংদী সদর এবং সরিয়তপুর সদরে।

১৪ জুন ২০১৪ সাল থেকে সেপ্টেম্বর ২০১৭ সাল পর্যন্ত দায়িত্বপালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেনীর দাগনভূইয়া উপজেলাতে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউএনও হিসেবে দায়িত্বপালন করেন বেগমগঞ্জে।

২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত মহিলা বিষয় অধিদপ্তরের উপপরিচালক (ম্যাজিস্ট্রেট) ছিলেন ফরিদা খানম। ২০২৩ থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত দায়িত্বপালন করেন ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সযুক্ত করা হয় ২৫ বিসিএসের এই কর্মকর্তাকে। সেখান থেকে গতকাল ৯ সেপ্টেম্বর, সোমবার চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট