
শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা, কুষ্টিয়াঃ
প্রতিদিনই বাসট্যান্ড সিনএনবি রোডের উপর দাঁড়িয়ে করতো চাঁদা আদায়, পৌরসভায় টার্মিনাল ছাড়া টেন্ডার হয় না। আর টেন্ডার ছাড়া টোল আদায় করা যায় না। পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধু মাত্র পৌর মেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফিথর নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ।
কুষ্টিয়ার খোকসা উপজেলা বাস্ট্যান্ড প্রধান সড়ক সিএনবি রোডের উপর দাঁড়িয়ে খেয়াল খুশীমত প্রতিদিনিই সড়কে আইনশৃঙ্খলা অবনতি ও যানজট সৃষ্টি করে পৌর মেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফিথর নামে চাঁদা নেওয়ার অভিযোগ। মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন থামিয়ে আদায় করা হতো পৌর ট্যাক্স। টোল আদায় কুষ্টিয়ার কুমারখালী,পাংশা রাজবাড়ী,ও অন্যান্য জেলা উপজেলা শহরে ব্যাটারি চালিত পাখি ভ্যান ও ডিজেল চালিত,নসিমন করিমন ট্রাক থেকে চাঁদা নেওয়া হলেও জোর জবরদস্তি মুক্ত। অথচ খোকসা গুরুত্বপূর্ণ সড়ক সিএনবি রোড কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খোকসা বাস স্ট্যান্ড চার রাস্তার মোড়ে মেইন সড়ক থেকে উপজেলা রাস্তার মেইন ফটোকে দাঁড়িয়ে পাখিভ্যান, ট্রাক,বাটাহাম্বার,নসিমন,করিমন সিএ নবি রোডে চলাচল কৃত সকল ডিজেল ও ব্যাটারি চালিত মালবাহী গাড়ি ব্যারিকেড দিয়ে রাস্তায় যানযট সৃষ্টি করে প্রকাশ্যয় আদায় করা হতো টোলের নামে চাঁদা। স্থানীয় সচেতন মহলের অভিযোগ সিলো। যে খোকসা বাস স্টান্ড একসময় মরণ ফাঁদে পরিণত হয়েছিল ত্রিভুজের কারণে,ত্রিভুজ সম্প্রসারনের পরে,বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এসব টোল আদায় কারিদের জন্য,খোকসা বাসস্ট্যান্ডের মোর থেকে সকল ধরনের যানবাহন ও পায়ে হাঁটা প্রাইমারী স্কুল, মাদ্রাসা, কলেজ ছাত্র ছাত্রী শিক্ষক প্রাইমারী স্কুল পড়ুয়া কোমলমতিঢ শিশুদের জানমাল হেফাজত এর জন্য টোল আদায় কারীদের টল আদায়ের বন্ধর ঘোষণা দিলেন কুষ্টিয়া ৭৮ খোকসা কুমারখালী ৪ আসনের উন্নয়ন এ-র রূপকার গরিব-দুঃখী অসহায় ও মেহনতী মানুষের সুখ দুঃখের সাথী এমপি আব্দুর রউফ,ও খোকসা উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত। এ-সময় এমপিও উপজেলা চেয়ারম্যান বলেন আজ সোমবার ১/৭/২০২৪ পহেলা জুলাই থেকে খোকসা বাসট্যান্ড সহ খোকসা কোনো স্থান থেকে গরীব দুঃখী ভ্যান চালকদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া যাবে না বলেন উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত।