শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও:
রবিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে দূর্নীতি প্রতিরোধ, গণ সচেতনতা বিষয়ক র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূনীর্তি পরিরোধ কমিটি এর আয়োজন করেন। দেশে দূনীর্তি পরিরোধে ও গণ সচেতনতা বৃদ্ধি করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ সভায় গৃহীত হয়। দূনীর্তি পরিরোধে মাধ্যমিক স্কুল পযার্য়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কুর বিতরণ করা হয়। ওই সময় উপজেলা নিবার্হী অফিসার, নিবার্হী ম্যাজিস্ট্রেট রমিজ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, থানা ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, দূনীর্তি পরিশোধ কমিটির সভাপতি মুসা সরকার, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বণিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুসা সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতার্, জন প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।