ফয়সাল মবিন পলাশ।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার চার উপজেলা পরিষদের তিনটিতে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্যের স্বজনরা। আরেক উপজেলায় জয়ী হয়েছেন স্থানীয় এমপির অনুসারী। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। বুধবার জেলার মুরাদনগর, দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলায় ভোটগ্রহণ হয়।
রাতে প্রাপ্ত ফলাফলে জানা যায়, মুরাদনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের পুত্র ড. আহসানুল আলম কিশোর। দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ভাই মামুনুর রশিদ মামুন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এম এ জাহেরের ভাইয়ের ছেলে আবু তৈয়ব অপি। অপরদিকে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেছেন বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় এমপি অনুসারী আখলাক হায়দার।
যদিও বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে অনিয়ম, ভোটে প্রভাব বিস্তার ও জালভোট প্রদানের অভিযোগ এনেছেন অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা। এর মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ না থাকা এবং শতাধিক কেন্দ্রে জাল ভোটের অভিযোগ তুলে দেবিদ্বারে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তার। বুধবার ভোট চলাকালে বিকাল সাড়ে তিনটার দিকে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন তিনি। এছাড়া বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যান্য প্রার্থীরাও ভোটে অনিয়ম এবং জালভোটের অভিযোগ তুলেন।
রাতে প্রাপ্ত ফলাফলে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামুনুর রশিদ মামুন আনারস প্রতীকে পেয়েছেন ৯২৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের প্রার্থী শাহিদা আক্তার পেয়েছেন ৩৩৬৩১ ভোট।
মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আবু তৈয়ব অপি। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৩৬৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনার প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী পেয়েছেন ৩১৪৭০ ভোট।
মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। তার বাকী তিন প্রতিদ্বন্দীর সকলেই জামানত হারিয়েছেন বলে জানা গেছে।
বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আখলাক হায়দার। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৩৭৭৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার বাছির খান পেয়েছেন ২৫৪৫৩ ভোট।