চট্টগ্রাম মহানগরীতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ে আইনি সহায়তা দিতে”হ্যালো সিএমপি” অ্যাপস উদ্বোধন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর সম্মানিত নাগরিকদের সদয় অবগত করা যাচ্ছে যে,অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তিপর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদাদাবী,হুমকি,ভয়-ভীতি প্রদর্শনসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধ সংঘটনের অপপ্রয়াস করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।
আইনশৃঙ্খলা বিঘ্নকারী এধরণের চাঁদাবাজী,হুমকি, ভয়ভীতিসহ যে কোন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধের তথ্য সিএমপি কর্তৃক পরিচালিত “Hello CMP” Apps এ প্রদান করে মহানগরী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করা যাচ্ছে।
উল্লেখ্য যে,তথ্য প্রদানকারী সম্মানিত নাগরিকদের ব্যক্তি পরিচয় গোপন রাখা হবে।
“Hello CMP” Apps টির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details…
অথবা প্লে স্টোরে “Hello CMP” লিখে সার্চ করলে Apps টি পাওয়া যাবে।
ডিজিটাল যুগে অভিনব এই কার্যক্রমকে চট্টগ্রাম নগরীর সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছে।খুব দ্রুত এর সুফল পাবে জনগণ সে আশায় ব্যক্ত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।