1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসে জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় ক্ষুব্ধ জমির প্রকৃত মালিকেরা অনশন কর্মসূচি পালন করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হাতিয়া গ্রামের রবিরন, নুরু মন্ডল, নজরুল ও তাদের পরিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযোগপত্র জমা দেন এবং অনশন কর্মসূচিতে অংশ নেন।

ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই দলিল লেখক বাবুল ভেন্ডারের মাধ্যমে তাদের জমি রেজিস্ট্রি করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা, কিন্তু প্রতারকরা মাত্র আশি হাজার টাকা বুঝিয়ে দিয়ে, জালিয়াতির মাধ্যমে বাকি টাকা আত্মসাৎ করেন। দলিল লেখক ও ক্রেতারা ভুয়া সাক্ষর নিয়ে কৌশলে দলিল সম্পন্ন করে স্থান ত্যাগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার জুরান আলী মোল্লা, বাবু মোল্লা, ছাহেরা ও দলিল লেখক বাবুল ভেন্ডার।

ভুক্তভোগী পরিবার তিন দফা দাবি উত্থাপন করেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ, প্রতারক দলিল লেখক ও ক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত।

জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্টাবিন বিষয়টি আমলে নেন এবং অভিযোগ পত্র গ্রহন করেন। তিনি সুপরামর্শ দিয়ে অনশন কর্মসূচী ভাঙ্গার অনুরোধ জানান। তিনি আরো বলেন,আপনাদের ন্যায় বিচারের স্বার্থে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট