1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, মূল হোতা দলিল লেখক বাবুল ভেন্ডার! ভাংড়া গ্রামে নদীভাঙনের ভয়াবহ থাবা! চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন এর মৃত্যুতে শোক সভা ভোক্তা অধিকারের ব্রাহ্মণবাড়িয়ার চম্পকনগর বাজার এলাকায় অভিযান জরিমানা আরোপ ও আদায় ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বিএনপির বিজয় র‌্যালি গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, দিনমজুর নিহত মেলান্দহে সালেমা মেম্বার এর বিরুদ্ধে সাব মার্চেবল পাম্প নিজ নামে নেওয়ার অভিযোগ স্মরণসভায় শ্রদ্ধা, স্মৃতি ও সাংবাদিকতার দায়বোধ কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

প্রবাসী রবিউল হোসেনের শোক: স্বপ্নের যাত্রা দুঃস্বপ্নে রূপ নিলো

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

— বাহার উদ্দিনের পরিবারের করুণ বিদায়”
আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে বুকভরে নিঃশ্বাস নিতে চেয়েছিলেন ওমান প্রবাসী মো. বাহার উদ্দিন। ফেসবুকে লিখেছিলেন, “স্বপ্ন যাবে বাড়ি আমার।” প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের প্রতীক্ষায় চোখ ছিল ঝলমলে, হৃদয়ে ছিল উত্তেজনা আর ভালোবাসার বাঁধভাঙা ঢেউ। কিন্তু সেই স্বপ্নের যাত্রা মুহূর্তেই পরিণত হলো এক ভয়াবহ দুঃস্বপ্নে।
বাহার উদ্দিনকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন তার স্ত্রী কবিতা, মেয়ে মীম, মা মুরশিদা বেগমসহ পরিবারের সদস্যরা। সবাই একসাথে ফিরছিলেন বাড়ির দিকে। কিন্তু কুমিল্লার চৌদ্দগ্রামে, বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, ঘুমে ঢুলে পড়া এক অসচেতন চালকের কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বাহারের মা, স্ত্রী, কন্যাসহ পরিবারের সাতজন। যে বাহার উদ্দিন স্বপ্ন নিয়ে এসেছিলেন, তিনি দেশে ফিরে পেলেন শুধু শূন্যতা, কান্না আর অপূরণীয় বেদনা।
বেঁচে ফেরা বাহার উদ্দিন ও তার সঙ্গী আব্দুর রহিম জানান, গাড়ির চালক রাসেল দীর্ঘ যাত্রার ক্লান্তিতে ঘুমে ঢুলছিলেন। বারবার বলার পরও তিনি গাড়ি থামিয়ে বিশ্রাম নেননি। একবার কুমিল্লায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও শেষরক্ষা হয়নি। ভয়ঙ্কর সেই মুহূর্তে গাড়িটি ধীরে ধীরে খালের পানিতে তলিয়ে যাচ্ছিল। তখন বারবার চালককে গাড়ির লক খুলতে বলা হয়, কিন্তু সে কিছুই না করে জানালার কাঁচ নামিয়ে নিজেই বেরিয়ে পালিয়ে যায়—কাউকে বাঁচানোর সামান্য চেষ্টা পর্যন্ত করেনি।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওমান প্রবাসী ব্যবসায়ী, চট্টগ্রামের বোয়ালখালীর সন্তান বরিউল হোসেন। তিনি বলেন—
“একজন প্রবাসী পরিবার এভাবে চিরতরে নিঃশেষ হয়ে যাওয়া কতটা হৃদয়বিদারক, তা শুধু আমরা প্রবাসীরাই বুঝি। বাহার উদ্দিনের জীবনে এই ট্র্যাজেডি কল্পনাতীত। আনন্দ নিয়ে যে বাড়ি ফেরা, তা পরিণত হলো চিরবিদায়ের কালো অধ্যায়ে। ওমানের সব প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—এই পরিবারকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং বাহার ভাইকে যেন এই সীমাহীন কষ্ট সইবার শক্তি দেন।”
এই ঘটনা আমাদের শুধু শোকাহতই করে না, বরং নতুন করে সতর্ক করে দেয় চালকের দায়িত্বহীনতার ভয়াবহ পরিণতি সম্পর্কে। একটি ঘুমের জন্য নিঃশেষ হয়ে যেতে পারে একটি পুরো পরিবার, ভেঙে পড়তে পারে এক প্রবাসীর সব স্বপ্ন।
আসুন, আমরা যারা প্রবাসে বা দেশে আছি, সকলে এই পরিবারের জন্য দোয়া করি। যেন আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেন, এবং তাদের ভালোবাসার স্মৃতি বাহার উদ্দিনের হৃদয়ে সান্ত্বনার আলো হয়ে জ্বলতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট