গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যৌথবাহিনীর পরিচালিত চেকপোস্ট অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহ।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি চৌকস টহল দল পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে।
অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-২২১৬৫) তল্লাশি করা হয়। এ সময় এক সন্দেহভাজন যাত্রীর লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল এবং নগদ ১,০৩,৪৫২ (এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন) টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি রংপুর শহরের তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম (৩৬)।
পরে আটককৃত রাইফুল ইসলামকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।
এ বিষয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার বলেন, দেশে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।