1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ৫ জানুয়ারি মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প, মার্কিন হামলার প্রস্তুতির নিন্দা ভেনেজুয়েলার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

রাজাহার ইউনিয়ন বিএনপির কাউন্সিলে মান্নান সভাপতি-রফিকুল সম্পাদক

মনিরুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে ৪৫৯ ভোটারের মধ্যে ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করে। নির্বাচনে আব্দুল মান্নান সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নঁওগা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে কাউন্সিলে ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে আব্দুল মান্নান (আনারস) ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম (ছাতা) ১২৪ এবং ফারুক আহমেদ (মটরসাইকেল) প্রাপ্ত ভোট ৬৮। সাধারণ সম্পাদক পদে এস.এম মঈনুল ইসলাম (দোয়াত কলম) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু বক্কর সিদ্দিক ডিপটি (ফুটবল) প্রাপ্ত ভোট ২১৯। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাকিম মণ্ডল (মোরগ) ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ মো. সোহেলুর রহমান (মাছ) ১৯৩ এবং জুয়েল মহলদার (মোমবাতি) প্রাপ্ত ভোট ২৫। এর আগে কাউন্সিলে রাজাহার ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ডিপটির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল নবী টিটুল, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাহার ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, সদস্য তৌহিদুল আলম জুয়েল, হাসানুল আলম রিপন, ইমরান হোসেন মিলন মোল্লা, দেবাশীষ কুমার চাকী কাজল, আব্দুল মতিন মিয়া, সৈয়দ আল-আমিন রনি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাজাদুর রহমান সাজু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান বিদ্যুৎ, মোকাদ্দেম হোসেন সজল, তরিকুল ইসলাম চঞ্চল, থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট