1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট 
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার, এসএসসি, এইচএসসি-সমমান পরিক্ষায় পাস করা শিক্ষা বোর্ডে সবোর্চ্চ নম্বর ধারী ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকালে বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এ মনিরুল ইসলাম, সহকারি কমিশনার ভ‚মি আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, জেলা মাধ্যমিক সহকারি পরিদর্শক সামসুজ্জামান, সহকারি প্রোগ্রামার রঞ্জন কুমার প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন, শিক্ষার্থীর অভিভাবক দিলজার হোসেন বিল¬ু , শিক্ষার্থী রুহুল আমিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মো. আনভিল বাপ্পি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট