বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের আয়োজনে আনসার-ভিডিপি “ইউথ লিডারশীপ কোর্স ২০২৫”-এর সমাপনী অনুষ্ঠান আজ চট্টগ্রামের পটিয়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ-এর সম্মানিত উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং মেধাক্রমে প্রথম তিনজনকে প্রশিক্ষণ স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের পাঁচটি জেলার ৭৬ জন যুব প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে নেতৃত্ব বিকাশ, সমাজ উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা, আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তৃণমূল পর্যায়ে প্রয়োগ করতে হবে। শুধু নিজেই স্বাবলম্বী হলেই চলবে না, বরং আশপাশের মানুষকেও স্বাবলম্বী হতে সাহায্য করতে হবে।” তিনি আরও বলেন, “আনসার-ভিডিপি সদস্যদের শুধু জননিরাপত্তা রক্ষা নয়, বরং সরকারের নির্দেশিত বিভিন্ন দায়িত্ব পালনে ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাদিরা ইয়াসমিন, পরিচালক, পটিয়া আনসার ব্যাটালিয়ন (৩৭ বিএন), এবং জনাব মোঃ আবু সোলায়মান, বিভিএমএস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, চট্টগ্রাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ-এর পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যতে সমাজ উন্নয়ন এবং নিরাপত্তা কার্যক্রমে আরও বেশি সক্রিয় হয়ে ওঠার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের আত্মনির্ভরশীল, সমাজবান্ধব এবং দক্ষ নেতৃত্বে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই কোর্স তাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে উপস্থিত সবাই অভিমত দেন।