1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি,ক্ষতিগ্রস্ত প্রায় তিন লক্ষ টাকা বাউফল নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরন ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ মেহেন্দিগঞ্জে ফুল দিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন কয়েক শতাধিক নেতাকর্মী

ঝিনাইগাতীতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালিত

মেহেদী হাসান রাব্বি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রীন সোলজার পাবলিক স্কুলের উদ্যোগে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে কর্মসূচি পালিত হয়েছে।শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রীন সোলজার পাবলিক স্কুলের আয়োজনে সোমবার সকাল ১১:০০ ঘটিকায় স্কুল মাঠ থেকে র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘স্টপ জেনোসাইড’, ‘স্টপ স্টপ ইসরায়েল’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’—এমন প্রতিবাদী স্লোগানে অংশ নেন। ব্যানারে ‘নো ওয়ার’, ‘নো ক্রাই’ সহ গাজায় শিশু ও সাধারণ মানুষের করুণ অবস্থার চিত্র তুলে ধরা হয়।শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তার প্রতিবাদ জানিয়েছে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তারা।গ্রীন সোলজার পাবলিক স্কুলের পরিচালক মো: আল আমিন বক্তব্যে বলেন, আমরা এই মানববন্ধন থেকে দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলছি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় অসংখ্য শিশু, বৃদ্ধ, নারী ও সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায় গেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনও কথা বলেনি। পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কী করছে এই গণহত্যার বিরুদ্ধে? মুসলিম নামধারী ওআইসিসহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার বিরুদ্ধে কী করছে? আমরা এর জবাব চাই।তিনি আরো বলেন, “আমরা চাই গাজায় অব্যাহত বর্বরতা বন্ধ হোক, শিশুদের রক্ষা করা হোক, ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করা হোক। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া।”

গ্রীন সোলজার পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, ইউক্রেনে যখন হামলা হয়েছে তখন আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু এখন ফিলিস্তিনে যে হামলা চালানো হচ্ছে, সেটার কোনও সুরাহা আমরা দেখতে পাইনি। হামাস এবং ইসরায়েলের মধ্যে যে শান্তিচুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা বাংলাদেশ থেকে বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাতে চাই যে, আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে মানবো না।

আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে দাবি জানাতে চাই যে, আপনিও নিজ পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বাংলাদেশের জনগণকে জানাতে চাই, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমআদের ইসরায়েলের পণ্য বয়কটের আন্দোলন সহ সকল প্রকার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ কর্মসূচির মাধ্যমে গ্রীন সোলজার পাবলিক স্কুল বিশ্ব মানবতার পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। উপজেলা সহ ঝিনাইগাতী বাজারের গুরুত্বপূর্ণ জায়গা গুলো পদক্ষিণ করে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট