1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

ঝিনাইগাতীতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালিত

মেহেদী হাসান রাব্বি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রীন সোলজার পাবলিক স্কুলের উদ্যোগে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে কর্মসূচি পালিত হয়েছে।শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রীন সোলজার পাবলিক স্কুলের আয়োজনে সোমবার সকাল ১১:০০ ঘটিকায় স্কুল মাঠ থেকে র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘স্টপ জেনোসাইড’, ‘স্টপ স্টপ ইসরায়েল’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’—এমন প্রতিবাদী স্লোগানে অংশ নেন। ব্যানারে ‘নো ওয়ার’, ‘নো ক্রাই’ সহ গাজায় শিশু ও সাধারণ মানুষের করুণ অবস্থার চিত্র তুলে ধরা হয়।শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তার প্রতিবাদ জানিয়েছে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তারা।গ্রীন সোলজার পাবলিক স্কুলের পরিচালক মো: আল আমিন বক্তব্যে বলেন, আমরা এই মানববন্ধন থেকে দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলছি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় অসংখ্য শিশু, বৃদ্ধ, নারী ও সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায় গেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনও কথা বলেনি। পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কী করছে এই গণহত্যার বিরুদ্ধে? মুসলিম নামধারী ওআইসিসহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার বিরুদ্ধে কী করছে? আমরা এর জবাব চাই।তিনি আরো বলেন, “আমরা চাই গাজায় অব্যাহত বর্বরতা বন্ধ হোক, শিশুদের রক্ষা করা হোক, ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করা হোক। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া।”

গ্রীন সোলজার পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, ইউক্রেনে যখন হামলা হয়েছে তখন আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু এখন ফিলিস্তিনে যে হামলা চালানো হচ্ছে, সেটার কোনও সুরাহা আমরা দেখতে পাইনি। হামাস এবং ইসরায়েলের মধ্যে যে শান্তিচুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা বাংলাদেশ থেকে বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাতে চাই যে, আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে মানবো না।

আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে দাবি জানাতে চাই যে, আপনিও নিজ পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বাংলাদেশের জনগণকে জানাতে চাই, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমআদের ইসরায়েলের পণ্য বয়কটের আন্দোলন সহ সকল প্রকার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ কর্মসূচির মাধ্যমে গ্রীন সোলজার পাবলিক স্কুল বিশ্ব মানবতার পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। উপজেলা সহ ঝিনাইগাতী বাজারের গুরুত্বপূর্ণ জায়গা গুলো পদক্ষিণ করে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট