1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আবুল হাসানকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সহিংসতার নির্মম চিত্র! ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2 ‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে আসামি করায় ব্যাপক ক্ষোভ

চট্টগ্রামে লক্ষ টাকা ও স্বর্ণলংকারসহ গৃহকর্মী আটক

শংকর কান্তি দাশ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া নগদ টাকা উদ্ধারসহ গৃহকর্মী মোছা: জান্নাত (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন পাঁচলাইশ মডেল থানা পুলিশ। পাঁচলাইশ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে এসব জিনিস চুরি করে সে। পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আহমদ নাসিমুল হুদা (৬৪) গত ১১ মার্চ সকাল ১০টার দিকে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে বাসার চাবি আত্মীয় হাসিনা সুলতানা (৭৮)-এর কাছে রেখে যান। গৃহকর্মী জান্নাত প্রতিদিন চাবি নিয়ে বাসায় প্রবেশ করতেন এবং কাজ শেষে চাবি ফেরত দিতেন। ২৩ মার্চ দুপুর ১টার দিকে ভারত থেকে ফিরে নাসিমুল হুদা দেখেন, তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং লকারে রাখা স্বর্ণালংকার ও নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মী জান্নাত আত্মগোপনে চলে যান।

ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। ২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল হোসেন বলেন, গ্রেফতার গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে যে, সে ধীরে ধীরে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট