1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, শেখ হাসিনা নন

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

যতকাল রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান।
তুমি দিলে স্বাধীনতা, তুমি জাতির প্রাণ,
তোমার নামে গৌরব মাখা বাংলাদেশ মহান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন নেতা নন, তিনি জাতির আত্মপরিচয়ের প্রতীক। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম তার হাত ধরেই, তার নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীনতা। অথচ আজ, ইতিহাসকে বিকৃত করার এক ন্যাক্কারজনক প্রবণতা আমাদের সামনে স্পষ্ট।
শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা হয়েও, ইতিহাসকে নিজের ইচ্ছামতো বদলাতে চেয়েছেন। জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার যে চেষ্টা তিনি করেছেন, তা যেমন ভুল, তেমনি বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে ব্যক্তি ও দলীয় স্বার্থ রক্ষা করাও সমান অন্যায়। ইতিহাস কোনো একক ব্যক্তির সম্পত্তি নয়; এটি সত্যের আয়না, যা কখনো মিথ্যার রঙে ঢেকে রাখা যায় না।
নিরবতার ষড়যন্ত্র ও ইতিহাসের লজ্জা-
মা-মাটি আর মানুষের তুমি ছিলে এক সহায়,
তোমার মতো দেশপ্রেমিক ইতিহাসে আর নাই।
জীবন দিলে, তবু তুমি মুছলে না মুখের হাসি,
বীরের বেশে চিরকাল তুমি বাঙালির হৃদয়বাসী।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। কিন্তু যারা বছরের পর বছর বঙ্গবন্ধুর নামে রাজনীতি করেছে, তার নাম বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেছে, তারা কোথায় ছিল? বঙ্গবন্ধুর নাম মুখে এনে যারা দলীয় স্বার্থ হাসিল করেছে, তারাই আজ নিরব! এটাই কি বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা?
এই নিরবতা আসলে ষড়যন্ত্রেরই আরেক নাম। যখন শেখ হাসিনা ক্ষমতার বলয় গড়ে তুলতে ইতিহাসকে নিজের মতো সাজিয়েছেন, তখন অনেকেই তার পাশে দাঁড়িয়েছে। জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টায় যারা সমর্থন দিয়েছিল, আজ তারাই আবার ইতিহাসের সত্য সামনে আসার পর লজ্জিত। কিন্তু ইতিহাস কাউকে বাদ দিয়ে টিকে থাকতে পারে না।
বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার স্বৈরশাসন-
তোমার স্বপ্ন, তোমার আশা, রবে এই দেশময়,
যতদিন রবে বাংলাদেশ, যতদিন প্রাণ রয়।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, শোষণমুক্ত সমাজ। অথচ আজকের বাংলাদেশ কী দেখছে? শেখ হাসিনার একনায়কতন্ত্র, গুম-খুন, ভোট ডাকাতি, ভিন্নমত দমন, গণমাধ্যমের কণ্ঠ রোধ—এসব কি বঙ্গবন্ধুর আদর্শ?
শেখ হাসিনার জন্য ইতিহাস থেমে থাকবে না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না, কিন্তু শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না—এমন কথা বলা হাস্যকর। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন, তার কর্মকাণ্ড ইতিহাসে ন্যায়-অন্যায়ের বিচারে জায়গা পাবে, তবে বঙ্গবন্ধুর মতো শ্রদ্ধার আসনে নয়, বরং ক্ষমতালিপ্সু স্বৈরাচারদের তালিকায়।
ইতিহাসের সত্য মুছে ফেলা যায় না-
কেউ ইতিহাস থেকে বাদ যাবে না,
সত্যের আলো কখনো হারাবে না।
বঙ্গবন্ধু রবে বাঙালির প্রাণে,
তার স্বপ্ন থাকবে প্রতিটি গানে।
যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, তারা আসলে নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না, মিথ্যাকে দীর্ঘদিন টিকিয়ে রাখে না।
বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু শেখ হাসিনা নন। তার আমলে দেশ স্বৈরশাসনের শৃঙ্খলে বন্দি, অথচ তিনি নিজেকে ইতিহাসের অপরিহার্য অংশ বানাতে চেয়েছেন। কিন্তু ইতিহাস নির্মম—এটি সত্য ছাড়া কিছুই গ্রহণ করে না। সেই সত্য আজ বা কাল প্রকাশ হবেই, আর তখন শেখ হাসিনার সত্যিকারের অবস্থানও স্পষ্ট হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট