1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত “আরাফাত রহমান কোকো ‘র জন্মদিন উদযাপন প্রবাসে থেকেও সাহিত্যচর্চায় দৃষ্টান্ত সাংবাদিক সাইফুল -কমার্শিয়াল কাউন্সিলর  পঞ্চগড়ে সড়কে খানাখন্দে ভরা, সেচ্ছাশ্রমে মেরামত করলো শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ র‍্যালি গলাচিপায় জমি কেলেঙ্কারি: ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন ঠাকুরগাঁও এ চাকরিতে পূর্ণবহালের দাবিতে সংবাদ সম্মেলন আটোয়ারীতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুকিতে থাকা জনগোষ্টির জন্য মোবাইল থেরাপি উদ্ভোধন আনকাট সেন্সর ছাড়পত্র পেল ইংরেজী ছবি ডট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর;গুলি

মো.রবিউস সানি আকাশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার সময় ৪ সাংবাদিককে মারধর করেছে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে রাখা হয় পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানান আহতরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নীরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ। সাংবাদিক রফিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক রফিকসহ আহত সাংবাদিকদের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছালে ৮-১০ জন মুখোশধারী ওই সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাদের সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলেন তারা। সাংবাদিকরা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে লক্ষ্যচ্যুত হয়।সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা মুখোশধারী ছিলেন। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছেন। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছেন।’ সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কিনা এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।’ দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট