1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত “আরাফাত রহমান কোকো ‘র জন্মদিন উদযাপন প্রবাসে থেকেও সাহিত্যচর্চায় দৃষ্টান্ত সাংবাদিক সাইফুল -কমার্শিয়াল কাউন্সিলর  পঞ্চগড়ে সড়কে খানাখন্দে ভরা, সেচ্ছাশ্রমে মেরামত করলো শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ র‍্যালি গলাচিপায় জমি কেলেঙ্কারি: ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন ঠাকুরগাঁও এ চাকরিতে পূর্ণবহালের দাবিতে সংবাদ সম্মেলন আটোয়ারীতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুকিতে থাকা জনগোষ্টির জন্য মোবাইল থেরাপি উদ্ভোধন আনকাট সেন্সর ছাড়পত্র পেল ইংরেজী ছবি ডট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

চান্দগাঁও থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

৩ ফেব্রুয়ারি ২০২৫: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান-
৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চান্দগাঁও থানার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এসআই (নিঃ) মো. ফয়সাল, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) সুমন মিয়া ও এএসআই (নিঃ) জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
এই অভিযানে চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-১৪/১১/২০২৪ (ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৪/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ৩-ক) মামলার চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা:
১. মো. আরিফ (২০)
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য পিতা: মো. আনোয়ার, মাতা: নূর নাহার বেগম,ঠিকানা: কোলাপাড়া লম্বা কলোনী, গ্রীন সোসাইটির পাশে, জান আলী রেলস্টেশন, চান্দগাঁও, চট্টগ্রাম ২. মো. সুমন (৩০) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, পিতা: আবুল কালাম সওদাগর, মাতা: লাকী বেগম
স্থায়ী ঠিকানা: চরপাতা, সৈয়দ মুখির বাড়ী, দৌলতখাঁ, ভোলা
বর্তমান ঠিকানা: জান আলী রেলস্টেশন, ৮নং পুল, সেলিমের ভাড়া ঘর, চান্দগাঁও, চট্টগ্রাম
৩. তৌহিদুল ইসলাম (৩২)
যুবলীগের সক্রিয় সদস্য,
পিতা: সেকান্দর মিয়া, মাতা: সেনোয়ারা বেগম,ঠিকানা: শমসের পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম
৪. এসএম সেলিম উদ্দিন (৫৪)
আওয়ামী লীগের সক্রিয় সদস্য,
পিতা: মৃত এসএম এজাহারুল হক, মাতা: সৈয়দা ফাতেমা
ঠিকানা: মৌলভী খলিলুর রহমানের বাড়ি, হাজী পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, পাঁচলাইশ, চট্টগ্রাম
অভিযানের সফলতা ও পুলিশের বক্তব্য-
ওসি মো. আফতাব উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে তাদের অপরাধমূলক কার্যক্রমের অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হবে।”
সাধারণ জনগণের প্রতিক্রিয়া- চান্দগাঁও থানার এই সফল অভিযানের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ ধরনের অভিযান চলমান থাকলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট