চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. বশির গাজী, এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এসআই (নিঃ) ইমরান ফয়সাল, এএসআই (নিঃ) জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
গত ৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮টা ৪০ মিনিটে চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চান্দগাঁও থানায় দায়ের করা মামলা নং-২৫, তারিখ-২৮/০১/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী ছিনতাইকারী গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. আরিফ (২০) – পিতা: মো. আনোয়ার, মাতা: নূর নাহার বেগম, ঠিকানা: কোলাপাড়া লম্বা কলোনী, গ্রিন সোসাইটির পাশে, জান আলী রেলস্টেশন, চান্দগাঁও, চট্টগ্রাম।
২. মো. সুমন (৩০) – পিতা: আবুল কালাম সওদাগর, মাতা: লাকী বেগম, ঠিকানা: চরপাতা, সৈয়দ মুখির বাড়ি, দৌলতখাঁ, ভোলা; বর্তমানে চান্দগাঁও থানার জান আলী রেলস্টেশন এলাকার ৮ নম্বর পুল সেলিমের ভাড়াঘরে বসবাসরত।
3. মো. রুবেল ওরফে রবিন (২৭) – পিতা: মো. সেলিম, মাতা: রোকেয়া বেগম, ঠিকানা: সাইফুদ্দিন কলোনী, সেলিমের ঘর, ৮ নম্বর জান আলী রেলস্টেশন, চান্দগাঁও, চট্টগ্রাম।
4. জাকির হোসেন (২৮) – পিতা: কালু মিয়া, মাতা: তাসলিমা বেগম, ঠিকানা: চরভূতা, লালমোহন, ভোলা; বর্তমানে মৌলভী পুকুরপাড়, চান্দগাঁও, চট্টগ্রাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন। চান্দগাঁও থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।