চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি ঘটনায় ছিনতাইকারী ও জুয়া খেলার সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে। অভিযানের নেতৃত্ব দেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান
গতকাল (২৬ জানুয়ারি) সকাল ১০:১৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. নাজমুল হাসান ও এএসআই হাসান আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ধৃত ছিনতাইকারীরা হলেন:
১. মো. হাসান (২৫): ভোলার লালমোহন থেকে আসা, বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাসরত।
২. মো. শোয়াইব (১৬): বাঁশখালী থেকে আসা, বর্তমানে চান্দগাঁও এলাকায় অবস্থানরত।
৩. মেহেদী হাসান শুভ (১৯): ভোলার লালমোহনের স্থায়ী বাসিন্দা, বর্তমানে চান্দগাঁওয়ের খড়ম পাড়ায় বসবাসরত।
৪. ইফতেখার আলী ওয়াবিদ (২১): চান্দগাঁওয়ের বহদ্দার বাড়ী এলাকার বাসিন্দা।
৫. হানিফুর রহমান ইরফান (১৯): চান্দগাঁওয়ের স্থানীয় বাসিন্দা।
৬. মোহাম্মদ জনি (৩৫): চান্দগাঁওয়ের জানে আলম ডাক্তারের বাড়ির বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১২, তারিখ-০৯/০১/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে।
জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জন গ্রেফতার
একই দিনে ভোর ৪টা ১০ মিনিটে চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদার পাড়া কবরস্থান সংলগ্ন মাজার গলির মুখে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।
জুয়াড়িদের কাছ থেকে ১০৪টি তাস এবং নগদ ৭৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. নূর মোহাম্মদ (৪০): চান্দগাঁওয়ের পশ্চিম ফরিদার পাড়ার বাসিন্দা।
২. মো. আনোয়ার হোসেন (২২): পশ্চিম ফরিদার পাড়ার বাসিন্দা।
৩. আব্দুল হান্নান (৫৫): কুমিল্লার লাকসাম থেকে আসা, বর্তমানে পাঁচলাইশ এলাকায় বসবাসরত।
৪. মো. রুবেল (২৫): লালমোহন থেকে আসা, বর্তমানে চান্দগাঁওয়ে বসবাসরত।
৫. মো. নাছির উদ্দিন (৪০): ফেনীর দাগনভূঁইয়া থেকে আসা, বর্তমানে পাঁচলাইশে বসবাসরত।
জুয়াড়িদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের বার্তা
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, “অপরাধ নির্মূলে চান্দগাঁও থানা পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। ছিনতাইকারী ও জুয়া খেলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন