লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে দুই হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৩জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রানা।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে হোটেল আল মদিনার স্বত্ত্বাধিকারী মো. শুভ ও কিবরিয়া মিষ্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকারী মো. কিবরিয়াকে এ দণ্ড দেওয়া হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা সাংবাদিকদের জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান সব সময় অব্যাহত থাকবে।