1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আবুল হাসানকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সহিংসতার নির্মম চিত্র! ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2 ‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে আসামি করায় ব্যাপক ক্ষোভ

শোক সংবাদ

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জাতীয় কবি নজরুল মঞ্চ চট্টগ্রাম এর পক্ষ থেকে শোকবার্তা-
কবি নজরুল এর ভাষায়-
মৃত্যু নয়, এ তো শুধু নীরব আহ্বান,
অন্তিমে মেলে চিরশান্তির সন্ধান। জীবনের জ্বালা শেষে আসে অনন্ত বিশ্রাম,
মৃত্যু তো নয় ভয়, সে তো প্রভুরই সাম্নিধান।
যে নদী সাগরে মিশে যায় শান্তির পানে,
তার দেহে ভেঙে পড়ে না আর কষ্টের দানে।
যতটা দূরে চলে যায়, যতটা হারায়,
ততটাই কাছে আসে শান্তির আলো, আকাশে ভাসায়।
মৃত্যু তো এক পরিনতি, জীবনের এক অধ্যায়,
বিপদে-সুখে বাঁধা শৃঙ্খলে শেষের পাথেয়।
এই শেষেই যে সঙ্গী মিলবে চিরন্তন প্রেমের,
মৃত্যু তো নেই, রয়ে যায় শুধু জীবনের বিমল তেমে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। জাতীয় কবি নজরুল মঞ্চ চট্টগ্রামের পক্ষ থেকে সভাপতি ফরিদা করিম ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন এ হৃদয়বিদারক ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা কবির শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং প্রার্থনা করছি মহান আল্লাহ যেন বাবুল কাজীর বিদেহী আত্মাকে শান্তি দান করেন। স্বজন হারানোর ব্যথা এমনই এক বেদনা, যা কোনো শব্দ দিয়েই পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় এই বেদনার গভীরতা তুলে ধরে লিখেছেন:
“স্বজন হারিয়ে ব্যথিত প্রাণ,
তাই বুঝি বিরহের গান।
মৃত্যু কেন আসে স্বপ্নের মত,
নিভিয়ে দেয় জীবনের বাত
নতুন ভোরের আলো ফোটার আগেই।”
প্রিয়জনের বিচ্ছেদ আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের নশ্বরতা। বাবুল কাজী তাঁর জীবনের পথচলায় যে ভালোবাসা, বন্ধুত্ব ও স্নেহের স্মৃতি রেখে গেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো গুণী মানুষের অকাল বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমরা কবির পরিবারের শোকের এই মুহূর্তে তাঁদের পাশে আছি। প্রার্থনা করি, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দিন।
“মৃত্যু আছে জীবনের চিরসঙ্গী-
তবুও কেন এই বিদায়ের বেদনা?” বাবুল কাজীর স্মৃতির প্রতি আমাদের অন্তহীন শ্রদ্ধা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) আর আমাদের মাঝে নেই। রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বিকেলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শনিবার ভোরে দুর্ঘটনার শিকার হন বাবুল কাজী। বনানীর নিজ বাসার বাথরুমে লাইটার বিস্ফোরণের ঘটনায় তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে যায় এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও রোববার বিকালে তিনি চলে গেলেন।
পরিবারের শোক
বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাই অনেক কষ্ট পেয়ে চলে গেল। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।”
রোববার রাতে তার মরদেহ গুলশানের আজাদ মসজিদে গোসল করানো হয়। সোমবার বাদ জোহর বনানী সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে। কবি নজরুলের পরিবারের অঙ্গন থেকে আরও এক নক্ষত্রের পতন
কাজী নজরুল ইসলামের পরিবারে শোক যেন বারবার ঘনীভূত হচ্ছে। বাবুল কাজী ছিলেন কবির ছেলে কাজী সব্যসাচী ও উমা কাজীর ছোট সন্তান। তার বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজীও এই শোকবিধ্বস্ত সময়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
জাতীয় কবি নজরুলের জীবন সংগ্রাম, তার গান-কবিতা যেমন আমাদের আলো দেয়, তেমনি তার পরিবারও নানা দুঃখ-কষ্টের সাক্ষী। নজরুলের জীবদ্দশায় সন্তান হারানোর বেদনা, এরপর প্রজন্মান্তরে সেই ক্ষত যেন বারবার ফিরে আসে। বাবুল কাজীর এই অকাল প্রস্থান তার পরিবার, বন্ধুবান্ধব এবং নজরুলপ্রেমী জনতার জন্য গভীর বেদনার। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

-ঃশোককথা লেখক- মো. কামাল উদ্দিন,
সাধারণ সম্পাদক – জাতীয় কবি নজরুল মঞ্চ চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট