1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১২ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুধু আমরা না, দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: মির্জা ফখরুল চট্টগ্রামের চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আজকের ভোর যেন আল্লাহর রহমতের চাদরে মোড়ানো ছিল চুরুলিয়ার বিদ্রোহী কণ্ঠ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি! নজর মোহাম্মদ গোষ্ঠীর কবরস্থান রক্ষায় এলাকাবাসীর আবেদন চট্টগ্রামের চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন লন্ডনের আকাশজুড়ে মায়ার ধ্বনি—একজন মায়ের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা শতায়ু অঙ্গনের শরীর চর্চার প্রাণপুরুষ: বাটালি হিলের ভোরবেলার মাধুর্যে এক জাহিদের গল্প রবিউল হোসেনের ভ্রমণকাব্য: পাহাড়, মেঘ আর প্রিয়তমার অপেক্ষা!

লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ১১জন গ্রেফতার করে আদালতে প্রেরণ

মো.রবিউস সানি আকাশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায় সিএনজি চালক ও মালিকপক্ষসহ ৯০ জনকে মামলা দায়ের করে আসামি করা হয়েছে।

ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মো. মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সকালে সদর থানায় এই মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে, ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত মামলায় ১১ জনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– সোহেল হোসেন (৩৫), সোহাগ হোসেন (২৮), জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১), জিয়াউর রহমান বাবু (৩১), শিপন হোসেন (২৬), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন(২১) ও মো. কামাল মোল্লা (৫০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।’
উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজিসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে গতকাল বুধবার সকাল থেকে শহরের বাড়বাড়ির মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জেরে সিএনজি চালকেরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের সহকারী উপপরিদর্শক সবুজ মিয়া দৌড়ে পালাতে সক্ষম হন। পরবর্তীতে সিএনজি চালকেরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবরুদ্ধ দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট